Duleep Trophy: পশ্চিমাঞ্চলে ক্রিকেটার বদল, যুবরাজের জায়গায় দলে এলেন কেদার যাদব
শুভব্রত মুখার্জি: ভারতীয় সিনিয়র দলের একদা নিয়মিত সদস্য কেদার যাদব। ৩৮ বছর বয়সি এই ভারতীয় ব্যাটার এবার দলীপ ট্রফিতে সুযোগ পেলেন। তিনি সুযোগ পেলেন পশ্চিমাঞ্চলের হয়ে খেলার। এমার্জিং এশিয়া কাপের ভারতীয় দলে সুযোগ পেয়েছেন পশ্চিমাঞ্চলের যুবরাজ দোদিয়া। তাঁর পরিবর্ত হিসেবেই দলে সুযোগ পেয়েছেন কেদার যাদব। ৩৮ বছর বয়সি এই ডানহাতি ব্যাটার দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে রয়েছেন। তিনি খেলবেন যুবরাজের জায়গায়। ভারতীয় -এ দলের হয়ে এমার্জিং এশিয়া কাপের দলে খেলার সুযোগ পেয়েছেন তিনি। ফলে দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের হয়ে এই মরশুমে আর খেলতে পারবেন না তিনি।
প্রসঙ্গত আইপিএলের শেষ মরশুমে ও খেলেছিলেন কেদার। খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। সেবার চোটগ্রস্ত ডেভিড উইলির পরিবর্ত হিসেবে দলে জায়গা পেয়েছিলেন তিনি। আরসিবির হয়ে সবমিলিয়ে তিনি ১৭টি ম্যাচ খেলেছেন। ১ কোটি টাকাতে তাঁকে দলে নিয়েছিল আরসিবি। এর আগে অবশ্য আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন কেদার যাদব। তারপরেই মারাঠিতে ধারাভাষ্য দিচ্ছিলেন তিনি। সেখান থেকেই তিনি সরাসরি আরসিবির হয়ে খেলার সুযোগ পেয়ে যান।ভারতের হয়ে ৭৩টি ওয়ানডে ম্যাচে খেলেছেন কেদার যাদব। নিয়েছেন ২৭টি উইকেট। করেছেন ১৩৮৯ রান।
এখন পর্যন্ত ৮২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ৫২৭২ রান। গড় ৪৮.০৭। করেছেন ১৬টি শতরান। ২০১০ সাল থেকে আইপিএলে খেলা শুরু করেন তিনি। এখনও পর্যন্ত খেলেছেন ৯৩টি ম্যাচ। করেছেন ১১৯৬ রান। অন্যদিকে যুবরাজ দোদিয়া সৌরাষ্ট্রের অফ স্পিনার। চলতি দলীপ ট্রফিতে তিনি রিঙ্কু সিংয়ের উইকেটও নিয়েছেন। রঞ্জি ট্রফিতে তাঁর পারফরম্যান্স ছিল খুব ভালো। ছয় ম্যাচে নিয়েছিলেন ৩০টি উইকেট। যার মধ্যে ছিল একবার ইনিংসে পাঁচ উইকেট এবং তিনবার ইনিংসে চার উইকেট। ২৮ জুন থেকে শুরু হয়েছে চলতি বছরের দলীপ ট্রফি। চলবে ১২ জুলাই পর্যন্ত।
For all the latest Sports News Click Here