রকিং সাজে প্রমিলা বাহিনী নিয়ে আসছেন মধুমিতা, মৈনাকের চিনি ২ বলবে কোন গল্প?
মৈনাক ভৌমিকের জনপ্রিয় ছবি ‘চিনি’র সিক্যুয়েল ফিরছে। ‘চিনি ২’ -তেও প্রথমবারের মতো এবারও মধুমিতা সরকার এবং অপরাজিতা আঢ্যকে দেখা যেতে চলেছে। থাকবেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ও। তবে এবার আর মা-মেয়ে নয়, বন্ধু হয়েই আসছেন মধুমিতা-অপরাজিতা। ফলে এটা যেন সিক্যুয়েল হয়েও ঠিক যেন সিক্যুয়েল নয়। সদ্যই মুক্তি পেয়েছে এই ছবির অফিসিয়াল পোস্টার সহ ছবি রিলিজের দিন।
আগামী ১১ অগস্ট মুক্তি পেতে চলেছে ‘চিনি ’২। অর্থাৎ বক্স অফিসে এই ছবির সঙ্গে টক্কর জমবে দেবের ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ এবং সানি দেওলের ‘গদর ২’ -এর। ফলে বক্স অফিসে যে সেই সময় একটা কড়া টক্কর দেখা যাবে প্রতিটি ছবির মধ্যে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার পালা এটাই যে এই চাপের মধ্যে মৈনাকের ‘চিনি’ কতটা মিষ্টত্ব ছড়াতে পারে।
অফিসিয়াল পোস্টারে এই ছবির চার প্রধান মহিলা চরিত্রকে দেখা যাচ্ছে। অর্থাৎ মধুমিতা, অপরাজিতা, পিঙ্কি এবং লিলি চক্রবর্তী। চার জনের চোখেই কালো চশমা এবং একদম রকিং স্টাইলের পোশাক পরনে। সেই মেজাজ নিয়েও হেঁটে আসছেন তাঁরা। ফলে দুর্দান্ত প্রমিলা বাহিনীর কোনও গল্পই যে এই ছবিতে ফুটে উঠবে সেটা স্পষ্ট।
এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন মৈনাক মজুমদার। এসভিএফের পরিচালনায় আসছে এই ছবি। মৈনাক তাঁর এই ছবির বিষয়ে জানিয়েছেন, ‘অপরাজিতা আঢ্যের অসুখী দাম্পত্য জীবন ধরা পড়বে এখানে। তার জেরেই তিনি সংসার ছেড়ে চলে আসেন বাবার বাড়িতে। এখানেই, অর্থাৎ তাঁর বাবার বাড়িতে একটি মেয়ে মেসভাড়া থাকেন। আর সেই মেয়েটির চরিত্রে দেখা যাবে মধুমিতাকে। এই দুই নারীর মধ্যে বন্ধুত্ব গড়ে উঠবে। তারপর কোন দিকে, কীভাবে তাঁদের জীবন, সম্পর্ক এগোতে থাকে সেটাই দেখা যাবে এই ছবিতে।’
এখানে অন্যান্য চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তী, সৌম্য মুখোপাধ্যায়, প্রমুখকে। এখানে অপরাজিতার সঙ্গে জুটি বাঁধবেন অনির্বাণ। এছাড়া এই ছবির অন্যতম চমক হলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ অন্বেষা হাজরা। অর্থাৎ, সন্ধ্যাতারার সন্ধ্যা। তিনিও এই ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখতে চলেছেন।
For all the latest entertainment News Click Here