কাবোর কোলে সদ্যোজাত মেয়ে, সদ্য চলে যাওয়া এভিলিনের ছবি দেখে চোখে জল নেটপাড়ার
হঠাৎই যেন সবকিছু বদলে গেল। এই তো সেদিন অ্যালবার্ট ও পূজার কোল আলো করে এসেছিল ছোট্ট এভিলিন। সারেগামাপা-২০২৩-এর রানার্স আপ অ্যালবার্টের ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যায় সেই ছবি। হাসপাতালে কাপড়ে জড়ানো সদ্যোজাত মেয়েকে কোলে নিয়ে বসে রয়েছেন অ্যালবার্ট। যাঁর ক্য়াপশানে লেখা, ‘My little princess’ (আমার ছোট্ট রাজকন্যা)।
অ্যালবার্টের সেই পোস্টের নিচে শুভেচ্ছায় ভরিয়েছিলেন তাঁর অনুরাগী, ও আত্মীয়-স্বজন এবং বন্ধুরা। কেউ আবার লিখেছিলেন, ‘ঈশ্বর এই ছোট্ট প্রাণটিকে রক্ষা করুন’। কিন্তু নাহ, সেটা আর সম্ভব হল না। অকালেই চলে গেল সঙ্গীত শিল্পী অ্যালবার্ট কাবোর সাড়ে ৮ মাসের ছোট্ট শিশু কন্যা। তাঁর অকালে চলে যাওয়ার খবর অ্যালবার্ট নিজেই সকলকে জানিয়েছেন।
আরও পড়ুন-ছোট্ট এভিলিন আর নেই, এই তো সেদিন সারেগেমাপা-র মঞ্চে নবজাতক মেয়ের সঙ্গে আলাপ করান কাবো
আরও পড়ুন-‘৪ দিন হল ওকে হারিয়েছি, ওর হার্টের…’, মেয়ের কথা বলতেই গলা ধরে এল অ্যালবার্ট কাবোর স্ত্রীর
গত গত ৪ জুলাই, মেয়ে এভিলিনের সঙ্গে নিজের হাসিখুশি ছবি দিয়ে অ্যালবার্ট লেখেন, ‘গল্পটা শেষ হলেও যাত্রাটা নয়। আমাদের জীবনের সবচেয়ে মিষ্টি গানটা গেয়েছো তুমি। আমাদের ধ্রুবতারা হয়ে থেকো। আর আমাদের পথ দেখিও। ওপারে ভালো থেকো। তোমার আত্মার শান্তি কামনা করি এভিলিন লেপচা।’ অ্যালবার্টের এমন পোস্ট যেন কিছুতে বিশ্বাসযোগ্য হচ্ছে না তাঁর অনুরাগীদের কাছে। এদিকে এখনও কাবোর ফেসবুকের কভার ফটোতে রয়েছে স্ত্রী পূজা ছেত্রী ও মেয়ের সঙ্গে ছবি। সেদিন মেয়েকে কোলে নিয়েই ছবি তুলেছিলেন অ্যালবার্ট। তবে আজ সেসব শুধুই স্মৃতি।
একইভাবে অ্যালবার্টের স্ত্রী পূজার ফেসবুকের ডিপিতেও রয়েছে এই ছবিটি। অ্যালবার্টের বোন আলবিনা লেপচার ফেসবুকেও ভাইঝিকে কোলে নিয়ে গোটা পরিবারের একটি ছবি রয়েছে। তবে এসবই এখন শুধুই স্মৃতি। সৈনিক দে-নামে আরও এক সঙ্গীতশিল্পীর ফেসবুকে উঠে এসেছে ছোট্ট এভিলিন লেপচার হাসিখুশি ছবি। যার ক্যাপশানে লেখেন, ‘আমাদের কোম্পানির সর্বকনিষ্ঠ সদস্যকে হারিয়েছি।আমরা কি আবারও চ্যাম্পিয়নের সঙ্গে আবারও অন্য প্রান্তে দেখা করতে পারি …চিরকালীন ভালবাসা রইল এবং শান্তিতে থাকো….ইভলিন লেপচা।’
এর আগে এক সাক্ষাৎকারে অ্যালবার্ট জানিয়েছিলেন, কলকাতার নামী হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন মেয়ের। তবে সব প্রচেষ্টাই ব্যর্থ।
For all the latest entertainment News Click Here