‘আমার তাহলে বেরিয়ে যাওয়া উচিত’, তামিমকে নিয়ে প্রশ্ন এড়াতে হুঁশিয়ারি লিটনের
তামিম ইকবালের হঠাৎ করে অবসর নেওয়ার ঘোষণা যে বাংলাদেশের ক্রিকেটমহল মেনে নিতে পারেনি, সেটা বুঝে নিতে অসুবিধা হয় না। সাংবাদিক সম্মেলন করে তামিম নিজের সিদ্ধান্তের কথা জানালেও তারকা ক্রিকেটারের আবেগঘন মুহূর্তে সব প্রশ্নের উত্তর খোঁজা সম্ভব হয়নি সংবাদমাধ্যমের পক্ষে।
সেকারণেই প্রাথমিকভাবে ঘোষিত অস্থায়ী দলনায়ক লিটন দাস শুক্রবার সাংবাদিক সম্মলনে এলে তামিমকে নিয়ে প্রশ্নের শেষ ছিল না। একসময় লিটন বলেই ফেলেন যে, তামিমকে নিয়ে এত প্রশ্ন থাকলে তাঁর সাংবাদিক সম্মেলন ছেড়ে চলে যাওয়াই উচিত। কেননা সব প্রশ্নের যথাযথ উত্তর তাঁর কাছে নেই। তিনি এমন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঠিক লোক নন। কোচ অথবা বিসিবি প্রধান এই প্রসঙ্গে সাংবাদিকদের আগ্রহ নিরসন করতে পারবেন বলে মত পেশ করেন লিটন।
তামিম অবসর ঘোষণার পরে টেস্ট ক্যাপ্টেন লিটন দাসের হাতে অন্তর্বর্তীকালীন ভিত্তিতে ওয়ান ডে-র নেতৃত্ব তুলে দেওয়ার কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের শেষ ২টি ওয়ান ডে ম্যাচে লিটনের নেতৃত্ব দেওয়ার কথা। সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের আগে লিটন সাংবাদিক সম্মেলনে এসে তামিমকে নিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দেন। শেষে বিরক্ত হয়ে একসময় তিনি বলেন, ‘ভাই, আমি এখানে এসেছি কালকের ম্যাচ নিয়ে কথা বলতে। যদি এখানে তামিমকে নিয়ে প্রশ্ন করা হয়, তাহলে বোর্ড সভাপতি অথবা কোচই তার জবাব দেওয়ার উপযুক্ত ব্যক্তি হবেন। আমার তাহলে এখান থেকে চলে যাওয়াই উচিত।’
আরও পড়ুন:- Duleep Trophy 2023: প্রভসিমরনের হাফ-সেঞ্চুরি সত্ত্বেও সেমিফাইনালের লড়াই জমিয়ে দিলেন RCB-র বিজয়কুমার
যদিও প্রশ্নোত্তর পর্বে তামিমের অবসর প্রসঙ্গে লিটন বলেন, ‘দুপুর ১টা নাগাদ ওর অবসর নেওয়ার কথা জানতে পারি। হতে পারে দীর্ঘদিন ওর সঙ্গে খেলেছি, তবে কেউ ভাবতে পারিনি ও এমন কোনও সিদ্ধান্ত নিতে পারে। তবে বড় ভাইয়ের সিদ্ধান্তকে আমরা সম্মান জানাচ্ছি এবং আমি মনে করি সবারই ওর সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত।’
আরও পড়ুন:- ফের ইডেনে এক লক্ষ দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন, বড়সড় আপডেট দিলেন সৌরভ
লিটন অবশ্য এও জানান যে, কোনও ক্রিকেটারই কখনই অপরিহার্য হতে পারেন না। নতুনরা ঠিক পুরনোদের জায়গা নিয়ে নেয় একদিন। দল তামিমের অভাব টের পাবে কিনা এমন প্রসঙ্গে লিটন বলেন, ‘ওর অভাব টের পাওয়া যাবে কিনা, সেটা বলা মুশকিল। কেননা আজ আমি এখানে রয়েছি, হতে পারে কাল চোটের জন্য থাকলাম না। সেক্ষেত্রে কেউই আমাকে মিস করবে না। কারণ, নতুনরা এসে জাগয়া নিয়ে নেবে এবং এটাই হল প্রক্রিয়া।’
লিটন অবশ্য তখনও জানতেন না যে, বৃহস্পতিবার অবসরের কথা ঘোষণা করা তামিম শুক্রবারই তা প্রত্যাহার করে নেবেন।
For all the latest Sports News Click Here