১৯ বছর জেতেনি লিগ, প্রিমিয়র লিগে এলে নাকি সেই দলেই যোগ দেবেন এমবাপে- রিপোর্ট
কিলিয়ান এমবাপের দল ছাড়ার জল্পনা কিছুতেই থামছে না। বরং দ্রুত গতিতে তা বৃদ্ধি পাচ্ছে। প্যারিসের ক্লাব পিএসজির সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি রয়েছে কিলিয়ানের। কিন্তু এই বছর থেকেই তাঁর পিএসজি ছাড়া নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। জল্পনা আরও পালে হাওয়া পায় সম্প্রতি পিএসজির সভাপতির একটি মন্তব্যে। তিনি জানান বিশ্বের সেরা ফুটবলারকে তারা খালি হাতে ছেড়ে দেবেন না। এবার জানা যাচ্ছে, তারকা ফরাসি ফুটবলার যদি প্রিমিয়র লিগ খেলতে চান তাহলে তিনি আর্সেনালে যোগ দিতে পারেন।
দ্য ইন্ডিপেন্ডেন্টের মিগুয়েল ডেলানির মতে, কিলিয়ান প্রিমিয়র লিগ খেললে আর্সেলানেই যোগ দেবেন। এর আগে শোনা যাচ্ছিল লিভালপুল ২০০ মিলিয়ন মির্কিন ডলার দিতে প্রস্তুত এমবাপের জন্য। কিন্তু তিনি আর্সেনালেই যোগ দেবেন বলে দাবি করা হয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্টের মিগুয়েল ডেলানির পক্ষ থেকে। কিলিয়ান এমবাপের ভবিষ্যৎ নিয়ে তীব্র জল্পনা-কল্পনার শুরু হয় কিছুদিন আগে। কিলিয়ান একটি চিঠির মাধ্যমে পিএসজিকে জানিয়েছিলেন যে তিনি তাঁর চুক্তির মেয়াদ বাড়াবেন না। তবে যাইহোক, ডেলানি দাবি করেছেন যে আর্থিক কারণে এমবাপের আর্সেনালে যাওয়ার সম্ভাবনা কম। ২৪ বছর বয়সী এই তারকা ফুটবলার এবং গানারদের মধ্যে কোনও যোগাযোগ হয়নি।
গত বছর রিয়াল মাদ্রিদ এমবাপের সঙ্গে চুক্তির কথাবার্তা অনেকটা এগিয়ে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে সই করাতে পারেনি। এইবার এমবাপে পিএসজি ছাড়তে চাইলে তাঁকে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকবে রিয়াল মাদ্রিদ। ফরাসি তারকা ফুটবলারের বর্তমান চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হবে। এই মরশুমে তাঁকে ছেড়ে দেওয়া হবে কিনা তা সিদ্ধান্ত নিতে প্যারিসের ক্লাবের সাথে আলোচনার জন্য প্রস্তুত রিয়াল। সম্প্রতি পিএসজি প্রেসিডেন্ট তাঁর মন্তব্যে উল্লেখ করেন এমবাপে চুক্তি নবীকরণ করতে চান না, সেই বিষয় জেনে তিনি হতবাক হয়েছেন। তিনি যদি চুক্তি পুনরায় না করেন তাহলে তাকে খালি হাতে তিনি ছাড়বেন না। কিলিয়ান পিএসজির হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন। বর্তমানে ফর্মে থাকা খেলোয়াড়দের মধ্যে তিনি অন্যতম। তাই এই বছর হোক কিংবা পরের বছর তাকে নেওয়ার জন্য প্রত্যেক দলই ঝাপাবে বলে মনে করা হচ্ছে।
পাশাপাশি পিএসজি কর্তা এও জানিয়ে রেখেছেন, যদি এমবাপে ২০২৪ সালের পর ক্লাবে থাকতে চান, তাহলেও তারা তাকে রেখে দেবেন। তবে এমবাপে যে পিএসজিতে আর থাকতে চাইছেন না, তাঁর বক্তব্যেই স্পষ্ট হয়েছে। শুধু তাই নয়, মেসি পিএসজি ছাড়ার পর থেকেই এই জল্পনা আরও বেড়েছে।
For all the latest Sports News Click Here