Wimbledon: উইম্বলডনের আসরে দুর্দান্ত নজির জকোভিচের, ফেডেরারদের এলিট লিস্টে জোকার
উইম্বলডনের আসরে দুর্দান্ত মাইলস্টোন ছুঁলেন নোভাক জকোভিচ। মেনস সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে জয় তুলে নেওয়া মাত্রই ছেলে ও মেয়েদের মিলিয়ে বিশ্বের মাত্র তৃতীয় টেনিস তারকা হিসেবে অনবদ্য এক নজির গড়েন জোকার।
আসলে বিশ্বের তৃতীয় টেনিস তারকা হিসেবে ৩৫০টি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জয়ের কৃতিত্ব অর্জন করেন জকোভিচ। তাঁর আগে এই মাইলস্টোনে পৌঁছতে পেরেছেন মাত্র দু’জন তারকা, যাঁরা ইতিমধ্যেই অবসরের গ্রহে। ছেলেদের টেনিসে রজার ফেডেরার সব থেকে বেশি ৩৬৯টি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতেছেন।
এছাড়া মেয়েদের টেনিসে একমাত্র সেরেনা উইলিয়ামসের রয়েছে এই নজির। তিনি বর্ণোজ্জ্বল কেরিয়ারে মোট ৩৬৫টি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতেছেন। জকোভিচ অদূর ভবিষ্যতেই সেরেনা ও ফেডেরারকে পিছনে ফেলে সব থেকে বেশি গ্ল্যান্ড স্ল্যাম ম্যাচ জয়ের নিরিখে তালিকার শীর্ষে উঠে আসতে পারেন।
সার্বিয়ান তারকা দ্বিতীয় রাউন্ডে স্ট্রেট সেটে উড়িয়ে দেন আবাছাই অজি টেনিস তারকা জর্ডন থম্পসনকে। যদিও ১টি সেট টাই-ব্রেকারে টেনে নিয়ে যান জর্ডন। ২ ঘণ্টা ২৮ মিনিটের লড়াইয়ে জকোভিচ জয় তুলে নেন ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৫ সেটে।
তৃতীয় রাউন্ডে তুলনায় কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে কোর্টে নামতে হতে পারে দ্বিতীয় বাছাই জকোভিচকে। সুইজারল্যান্ডের স্তান ওয়ারিঙ্কা অথবা আর্জেন্তিনার থমাস মার্টিনের বিরুদ্ধে লড়াই চালাতে হবে জোকারকে।
এর আগে মেনস সিঙ্গলসের প্রথম রাউন্ডে জকোভিচ হারিয়ে দেন আর্জেন্তিনার পেদ্রো কাশিনকে। সেই ম্যাচেও ১টি সেট টাই-ব্রেকারে গড়ায়। ২ ঘণ্টা ১২ মিনিটের লড়াইয়ে জোকার প্রথম রাউন্ডের ম্যাচ জেতেন ৬-৩, ৬-৩, ৭-৬ (৭-৪) সেটে।
For all the latest Sports News Click Here