কেন ১০ দিন আগে WI পৌঁছাল ভারত? সফরের প্রস্তুতি নিয়ে একাধিক তথ্য জানালেন অশ্বিন
ভারতীয় দল টানা দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে। কিন্তু দুই বারই শিরোপা লড়াইয়ের ম্যাচে হারের মুখে পড়তে হয়েছে টিম ইন্ডিয়াকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণে নিউজিল্যান্ডের কাছে আট উইকেটের পরাজয়ের পরে ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার কাছে হেরেছে রোহিত কোহলিরা। প্রথমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানরা চরমভাবে ব্যর্থ হয়েছিল। দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে হতাশ করেছিল ভারতীয় ব্যাটসম্যান ও বোলাররা। শিরোপা জয়ের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হেরেছিল টিম ইন্ডিয়া। যাইহোক, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সংস্করণ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং ভারত আবারও পরবর্তী চক্রের ফাইনালে পৌঁছানোর দিকে তাকিয়ে থাকবে। তার জন্য তারা নিজেদের যাত্রা শুরু করবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ভারত তাদের অভিযান শুরু করবে। ১২ জুলাই ডোমিনিকাতে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট ম্যাচটি খেলা হবে। এর জন্য ভারতীয় দল ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গিয়েছে। ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে ভক্তদের সঙ্গে কথোপকথনে অনেক নতুন তথ্য প্রকাশ করেছেন। ভারতীয় দল কেন ডমিনিকের পরিবর্তে বার্বাডোসে পৌঁছে ছিল তাও ভক্তদের জানিয়েছেন অশ্বিন।
রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, ‘আমরা ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গিয়েছি। জেটল্যাগ থেকে পুনরুদ্ধার করার এবং তারপর অনুশীলন শুরু করার জন্য আমাদের কাছে ১০ দিনের একটি উইন্ডো ছিল। আমাদের বর্তমান কোচ রাহুল ভাই সবসময় প্রস্তুতির উপর বেশি জোর দেন। আমরা সঠিকভাবে প্রস্তুতি নিলে বাকিগুলো স্বয়ংক্রিয়ভাবে ঘটবে। সেজন্য আমরা প্রস্তুতির জন্য আগেই পৌঁছে গিয়েছি।’
অশ্বিন আরও বলেন, ‘আসলে, আমার টিএনপিএলে ৬-৭টা ম্যাচ খেলার কথা ছিল কিন্তু আমাকে এটি ছোট করতে হয়েছিল এবং চারটি ম্যাচ খেলে এখানে পৌঁছাতে হয়েছিল।’ এরপরে অশ্বিন আরও একটি কথা বলেন। তিনি বলেন ভারতীয় দল ডমিনিকা যাওয়ার আগে কেন বার্বাডোসে পৌঁছাল। তিনি বলেন, ‘আমরা বার্বাডোসে এসেছি। আমরা এখানে কেন এসেছি? কারণ আমাদের প্রস্তুতি ক্যাম্পটা এখানেই রাখা হয়েছে এবং প্রথম টেস্টের জন্য ডোমিনিকা যাওয়ার আগে এখানে একটি দু দিনের ম্যাচও খেলব আমরা।’
For all the latest Sports News Click Here