পরিবেশবাদীদের প্রতিবাদে ‘অতিষ্ঠ’! লিডসে অ্যাশেজ টেস্টে থাকছে ‘রানার’ পুলিশ
শুভব্রত মুখার্জি: অ্যাশেজ সিরিজে ২২ গজ এবং মাঠের বাইরে উভয় জায়গাতেই চাপে রয়েছে ইংল্যান্ড। একদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-০ তে টেস্ট সিরিজে পিছিয়ে রয়েছে তারা। অন্যদিকে আবার আয়োজকদের জীবন অতিষ্ঠ করে তুলেছেন একদল পরিবেশবাদী প্রতিবাদীরা। ‘জাস্ট স্টপ অয়েল’ আন্দোলনকারীদের নিয়ে নানা ধরনের আশঙ্কা আগে থেকেই ছিল। বিশেষ করে পরিবেশবাদী এই দল ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে বিক্ষোভ দেখাতে পারে, সেই আশঙ্কা ছিল। আর সেই আশঙ্কা বাস্তবে সত্যিও হয়েছে।
লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ওভারে সেই আশঙ্কা সত্যি হয়। কয়েকজন বিক্ষোভকারী মাঠে ঢুকে পড়ে বিক্ষোভ দেখায়। ফলে খেলা বন্ধ রাখতে হয় কিছু সময়। এবার সেই সব সমস্যা দূর করতেই লিডসে অ্যাশেজের তৃতীয় টেস্টে রাখা হচ্ছে ‘দৌড়বিদ’ স্টুয়ার্ডদের। এরা বিশেষ ধরনের পুলিশ যারা অত্যন্ত জোরে দৌড়াতে সক্ষম।
প্রসঙ্গত ইংরেজ পেসার জেমস অ্যান্ডারসনের প্রথম ওভার শেষ হওয়ার পর লর্ডসের মিডিয়া প্রান্ত থেকে দ্বিতীয় ওভারের বোলিং শুরুর প্রস্তুতি যখন নিচ্ছিলেন স্টুয়ার্ট ব্রড, ঠিক সেই সময়ই গ্র্যান্ড স্ট্যান্ড থেকে মাঠে ঢুকে পড়েন দুই ব্যক্তি। যাদের টি-শার্টে লেখা ছিল ‘জাস্ট স্টপ অয়েল’। হাতে ছিল কমলা রঙের পাউডার। এই প্রতিবাদী স্কোয়াডের লোকজন খেলার মাঠে ঢুকে পড়ে এই কমলা রঙের পাউডার মাঠে ছড়িয়ে দেওয়ার মধ্যে দিয়েই সাধারণত বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের লক্ষ্য ছিল লর্ডসের উইকেট।
সেখানেই পাউডার ছড়িয়ে দিতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু সেটি তারা অবশেষে করতে পারেননি। উইকেটে পৌঁছানোর আগেই বিক্ষোভকারীদের একজনকে থামান নিরাপত্তাকর্মীরা। এই ক্ষেত্রে ইংলিশ অধিনায়ক বেন স্টোকসও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারও নিরাপত্তাকর্মীদের সহায়তা করেন। অপরজনকে ধরেন জনি বেয়ারস্টো। ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার সেই বিক্ষোভকারীকে একপ্রকার কোলে করেই মাঠের বাইরে নিয়ে যান। কিন্তু কমলা রঙ তাঁর গোটা জার্সিতে লেগে যায়। ফলে নিজের জার্সি বদলাতে ড্রেসিংরুমে যেতে হয় তাঁকে।
এজবাস্টন এবং লর্ডসের পরে চলতি অ্যাশেছের তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে লিডসের হেডিংলিতে। লর্ডসের মাঠে ঢুকে পড়া ‘জাস্ট স্টপ অয়েলের’ প্রতিবাদীদের একজন ছিলেন আবার লিডসের বাসিন্দা। সে কারণেই হেডিংলি টেস্টে যাতে মাঠে এই প্রতিবাদীরা প্রবেশ করতে না পারে সেকথা মাথাতে রেখেই অভিনব উদ্যোগ নিতে চলেছে এই মাঠের মালিক ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট দল। মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের নিয়েও বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের তরফে। হেডিংলি টেস্টে নিরাপত্তার দায়িত্বে এমন লোকজনকে দেওয়া হবে, যাঁরা অত্যন্ত জোরে দৌড়াতে পারেন। অর্থাৎ ‘স্প্রিন্ট স্টুয়ার্ড’ বা দৌড়বিদ স্টুয়ার্ড।
হেডিংলিতে নিরাপত্তারক্ষীদের সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। কিছু নিরাপত্তারক্ষীকে মোতায়েন করা হবে সাইটস্ক্রিনের পাশে। বিক্ষোভকারীরা যাতে টেস্ট চলাকালীন সাইটস্ক্রিনের আশপাশে না আসতে পারেন। সেই কারণেই এই উদ্যোগ ইয়র্কশায়ার কাউন্টি ক্লাবের। তাদের সঙ্গে ইতি মধ্যে ইয়র্কশায়ার পুলিশের সঙ্গে সার্বিক নিরাপত্তা নিয়ে বৈঠক হয়েছে।
For all the latest Sports News Click Here