বক্স অফিসে মাছি তাড়াচ্ছে, OTT-তে মুক্তির আগেই অনলাইনে ফাঁস ‘আদিপুরুষ’
বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না প্রভাস-কৃতির ‘আদিপুরুষ’-এর। মুক্তির আগে থেকেই ‘রামায়ণ’ নির্ভর এই ছবিকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল। সময় যত গড়িয়েছে বিতর্কের আগুন ততই বেড়েছে। ‘রামায়ণ’ বিকৃতির অভিযোগ, হনুমানের মুখে ‘টপোরি সংলাপ’, নিম্নমানের ভিএফএক্স– হাজারো বিতর্কের মাঝে কোনওকিছুই ৫০০ কোটির এই ছবিকে জাতে তুলতে পারেনি। তার মাঝে গোদের উপর বিষফোঁড়া নির্মাতাদের জন্য। আরও পড়ুন-ঘরের শত্রু…, আদিপুরুষের সংলাপ নিয়ে বিস্ফোরক ছবির কুম্ভকর্ণ-‘হিন্দু হিসাবে আমিও ক্ষুব্ধ’
‘সত্য়প্রেম কি কথা’ মুক্তি পেতে না পেতেই হল থেকে প্রায় গায়েব ‘আদিপুরুষ’। অধিকাংশ হলেই দু-সপ্তাহও টেকেনি এই ছবি। প্রেক্ষাগৃহে আপতত মাছি তাড়াচ্ছেন হল মালিকরা। হলে ছবি চলছে না দেখে ওটিটি প্ল্যাটফর্মে শীঘ্রই এই ছবি মুক্তির পরিকল্পনা ছিল নির্মাতাদের। কিন্তু বড় ধাক্কা খেল টিম ‘আদিপুরুষ’। প্রাইরেসির শিকার প্রভাস-কৃতির ছবি। জানা যাচ্ছে, অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে ‘আদিপুরুষ’-এর এইচডি (হাই ডেফিনেশন) কোয়ালিটি ছবি। এর জেরে ছবির ওটিটি রিলিজ নিঃসন্দেহে ব্যাহত হবে তা বলাই যায়।
পরিচালক ওম রাউতের এই ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, কৃতিকে দেখা গিয়েছে ‘জানকি’ সীতা মায়ের ভূমিকায়। সানি সিং অভিনয় করেছেন রামানুজ লক্ষ্মণের চরিত্রে। গত ১৬ই জুন বক্স অফিসে মুক্তি পেয়েছিল এই ছবি। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালায়ালি ভাষাতেও মুক্তি পায় ‘আদিপুরুষ’। শুরুটা দুর্দান্ত হয়েছিল ছবির। প্রথম দিন বিশ্ব বক্স অফিসে ১৪০ কোটি টাকা কামাই করেছিল এই ছবি। দু-দিনে ছবির আয় ছিল ২৪০ কোটি টাকা। কিন্তু প্রথম সপ্তাহান্ত পার হতে না হতেই ধাক্কা খায় ছবির বিজনেস, যার মূল কারণ ছিল ছবি নিয়ে নেগেটিভ রিভিউ এবং বিতর্ক।
মুক্তির ১৭ দিন পর দেশের বক্স অফিসে ছবির হিন্দি সংস্করণের আয় মাত্র ১১৪ কোটি টাকা, সব ভার্সনের মিলিত আয় ২৮৫ কোটির আশেপাশে। ৫০০ কোটির ছবির এই ভরাডুবির মাঝে ছবির HD ভার্সন অনলাইনে ফাঁস হওয়ায় বড় ক্ষতির মুখে নির্মাতারা।
প্রসঙ্গত, কুরুচিপূর্ণ ও নিম্নমানের সংলাপ থেকে চরিত্রায়নে খামতি, সবকিছু নিয়ে গত সপ্তাহে ‘আদিপুরুষ’ নির্মাতাদের তুলোধনা করেছে এলাহবাদ হাইকোর্ট। বিচারপতি রাজেশ সিং চৌহান ও শ্রী প্রকাশ সিং-এর বেঞ্চ নির্মাতাদের জানায়, ‘আপনাদের কোরান, বাইবেলের উপরও সিনেমা বানানো উচিত নয়। আমরা স্পষ্ট জানাচ্ছি, কোনও ধর্মকেই স্পর্শ করা উচিত নয়। কোনও ধর্মকেই ভুলভাবে তুলে ধরবেন না। আদালতের কোনও ধর্ম নেই।’
For all the latest entertainment News Click Here