ভিডিয়ো: যেমন কর্ম, তেমন ফল! সামনে এল নতুন ক্লিপ, মুহূর্তে খলনায়ক জনি বেয়ারস্টো
কথা আছে যেমন কর্ম তেমন ফল, জনি বেয়ারস্টোর সঙ্গেও যেন তেমনটা হল। নতুন একটি ক্লিপ প্রকাশ হতেই জনি বেয়ারস্টোকে এক হাত নিতে শুরু করেছে বিশ্ব ক্রিকেট। আসলে ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার আউট নিয়ে বিশ্ব বাইশ গজে হৈচৈ তৈরি হয়েছে। কিন্তু এই ম্যাচেই জনি এমন একটা কান্ড ঘটিয়েছিলেন যা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংস চলাকালীন নিজেই মার্নাস ল্যাবুশানকে ঠিক ওভাবেই আউট করতে গিয়েছিলেন জনি বেয়ারস্টো। ম্যাচের এই ক্লিপিং ভক্তরা প্রকাশ করতে ক্রিকেট বিশ্বে বিতর্কের নতুন ঝড় উঠেছে।
লর্ডস টেস্টের পঞ্চম দিনে জনি বেয়ারস্টো যেভাবে আউট হয়েছিলেন তা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। এ ক্ষেত্রে ক্রিকেট বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়েছে। ম্যাচের চতুর্থ ইনিংসে ব্যাট করার সময় বেয়ারস্টো বল ছাড়ার পর সতীর্থ ব্যাটসম্যান স্টোকসের সঙ্গে কথা বলতে ক্রিজের বাইরে চলে যান। সেই সময়ে তাঁকে স্টাম্প আউট করেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। নিয়ম অনুযায়ী বল ডেড না হওয়ায় বেয়ারস্টোকে আউট দেওয়া হয়েছে।
এখন অনেকেই বলছেন, নিয়মের মধ্যে থেকে খেলোয়াড়কে আউট করাটা অন্যায় নয়। ক্রিজের বাইরে যাওয়ার সময় ব্যাটসম্যানদের সতর্ক থাকতে হবে। আইসিসি-ও এই আউটকে বৈধ বলেছে। একই সময়ে, অনেকে মনে করেন যে বেয়ারস্টো দৌড়াচ্ছিলেন না এবং তাঁকে আউট করা খেলার চেতনার পরিপন্থী। অর্থাৎ অনেকে মনে করেন এই ঘটনা ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করে। এদিকে, জনি বেয়ারস্টোর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে তিনি নিজেই ঠিক একই ভাবে মার্নাস ল্যাবুশানকে আউট করার চেষ্টা করছিলেন। যদিও মার্নাস ল্যাবুশান সজাগ থাকার কারণে তাঁকে আউট করতে পারেননি জনি বেয়ারস্টো।
মার্নাস ল্যাবুশান ক্রিজের বাইরে আসবেন এই আশায় বেয়ারস্টো বলটি ছুঁড়ে দিয়েছিলেন, কিন্তু তা হয়নি, নিজের জায়গায় থেকে যান ল্যাবুশান। একই সময়ে, বেয়ারস্টোর থ্রোও সঠিক ছিল না এবং বল স্টাম্পে লাগেনি। ম্যাচ শেষ হওয়ার পর অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন, বেয়ারস্টোতো এভাবে সব সময় আউট করার চেষ্টা করেন। কামিন্স অতীতের কয়েকটি উদাহরণের দিকেও ইঙ্গিত করেছেন, যেখানে ইংলিশ উইকেটরক্ষক একই রকম কিছু করেছিলেন। কামিন্স বলেছেন, ‘আমি ভেবেছিলাম এটা ন্যায্য। আপনি জনিকে সব সময় এটা করতে দেখেন। প্রথম দিনেই তিনি (ডেভিড) ওয়ার্নারের সঙ্গে এটি করেছিলেন। তিনি ২০১৯ সালে স্টিভ (স্মিথ) এর সঙ্গেও এটি করেছিলেন। কিপার যদি এটি সত্যিই সাধারণ তারা এটা করে।’ অস্ট্রেলীয় অধিনায়ক বলেন, ‘একজন ব্যাটসম্যানকে তার ক্রিজ ছেড়ে যাওয়ার সময় সতর্ক হওয়া উচিত।’
প্যাট কামিন্স বলেছেন, ‘কেজ (ক্যারি)-এর পুরো কৃতিত্ব তাকেই যায়। তিনি কয়েক বল আগে সুযোগ দেখেছিলেন এবং বেইলগুলো ছড়িয়ে দিয়েছিলেন। জনি তাঁর ক্রিজ ছেড়ে দিয়েছিলেন এবং আমরা বাকিটা আম্পায়ারদের হাতে ছেড়ে দিয়েছিলাম।’ ‘ক্রিকেটের স্পিরিট’ নিয়ে আলোচনা চলাকালীন, এমসিসি তাদের নিয়মগুলিও স্পষ্ট করে, পরামর্শ দেয় যে কেরি যা করেছে তা খেলার সীমার মধ্যে ছিল। তবে, ব্রিটিশ শিবির অসন্তুষ্ট কারণ বেয়ারস্টো ক্রিজে থাকলে হয়তো অস্ট্রেলিয়ার কাছে ৪৩ রানের পরাজয়টা ঠেকাতে পারত ইংল্যান্ড।
For all the latest Sports News Click Here