হঠাৎই অসুস্থ, হাসপাতালে ভর্তি টেলি অভিনেত্রী সৈরতি বন্দ্যোপাধ্যায়
হাসপাতালে ভর্তি টেলিপর্দায় জনপ্রিয় অভিনেত্রী সৈরতি বন্দ্যোপাধ্যায়। শহরের একটা বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি। শুক্রবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর। তবে জানা যাচ্ছে, বর্তমানে অনেকটাই শারীরিকভাবে সুস্থ আছেন তিনি। হাসপাতাল থেকে স্যালাইন লাগানো হাতের একটি ছবিও পোস্ট করেছেন সৈরতি বন্দ্যোপাধ্যায়।
অসুস্থতা নিয়ে আনন্দবাজারকে সৈরতি জানিয়েছেন, তিনি হঠাৎই অসুস্থবোধ করছিলেন। চোখ খুলতে পারছিলেন না। পেটের সমস্যা হয়েছিল। তবে ওষুধ খাওয়ার পরও শরীর ঠিক ভালো লাগছিল না। এরপরই শুক্রবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ডি-হাইড্রেশন হয়ে গিয়েছিল। একটু চিন্তিত হয়ে পড়েছিলেন। তবে আপাতত ভালো আছেন, পরশু হাসপাতাল থেকে ছাড়াও পেয়ে যাবেন বলে আশা করছেন সৈরতি। আর তাই আপাতত চিন্তামুক্ত তিনি। তাঁর মেয়ে বাড়িতে রয়েছেন বলেও জানান। তবে হাসপাতালে সৈরতির পাশেই রয়েছেন তাঁর স্বামী ও পরিবার।
আরও পড়ুন-যৌন লালসার ৪ গল্প! উপস্থাপনায় বালকি, সুজয়, অমিতকে ছাপিয়ে গেলেন পরিচালক কঙ্কনা
আরও পড়ুন-‘আমার জামাই ভালো, মেয়েকে বোঝে’, সেদিন প্রকাশ্যেই জিতুর প্রশংসা করেছিলেন নবনীতার মা
আরও পড়ুন-‘তামিল ছেড়ে এবার সেক্রেড গেমস’-এর কপি!’ আবার প্রলয়ের জন্য রাজকে ঠুকলেন রাহুল
এই মুহূর্তে শ্যুটিং বন্ধ রেখেছেন অভিনেত্রী। মা হওয়ার পর ছোটপর্দা থেকে বহুদিন দূরেই রয়েছেন তিনি। তবে সম্প্রতি টেলিপর্দার বন্ধু নীল-তৃণার সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল সৈরতি বন্দ্যোপাধ্যায়কে। এই মুহূর্তে ‘টুম্পা অটোওয়ালি’ ধারাবাহিকে দেখা যাচ্ছে সৈরতিকে।
প্রসঙ্গত, একসময় মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন সৈরতি। ২০১৬ সাল ‘ফেমিনা মিস ইন্ডিয়া’তে কলকাতা ভিজিটর হিসাবে হাজির হয়েছিলেন তিনি। পরে ঠিক যেন ‘লাভ স্টোরি’র ধারাবাহিকের হাত ধরে অভিনয় করিয়ার শুরু করেছিলেন সৈরতি। পরবর্তী সময়ে ‘বাক্স বদল’, ‘নিশির ডাক’, ‘নাগলীলা’ ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। বেশকিছু ছবিতেও অভিনয় করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে ২০১৪ সালের ২৭ নভেম্বর তিনি রোহিত ঝাকে বিয়ে করেন। ২০২০ সালের জুন মাসে তিনি কন্যা সন্তানকে জন্ম দেন। মেয়ের নাম রেখেছেন দিবিজা।
For all the latest entertainment News Click Here