স্টিভ ওয়াকে ছুঁয়ে ফেললেন, সামনে শুধু পন্টিং! একাধিক নজির গড়লেন স্টিভ স্মিথ
ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে সেঞ্চুরি করলেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ খেলার দীর্ঘতম ফর্ম্যাটে নিজের ৩২তম সেঞ্চুরি করে কিংবদন্তি অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ ওয়াকে ছুঁয়ে ফেলেছেন। ইংল্যান্ডের মাটিতে এটা স্টিভ স্মিথের এটি অষ্টম সেঞ্চুরি। ইংল্যান্ডে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ডন ব্র্যাডম্যানের নামে রয়েছে। তিনি ১১টি সেঞ্চুরি করেছেন।
অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ডটি রিকি পন্টিংয়ের দখলে রয়েছে। ৪১টি টেস্ট সেঞ্চুরি করেছেন তিনি। স্মিথ এদিন করলেন নিজের ৩২তম টেস্ট সেঞ্চুরি। তবে এর আগে স্মিথ দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে দ্রুততম নয় হাজার রান পূর্ণ করেছিলেন। তিনি ১৭৪ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। এই তালিকায় কুমার সাঙ্গাকারা এখনও সবচেয়ে কম ইনিংস খেলে দ্রুততম ৯০০০ রান করার রেকর্ডটি নিজের দখলে রেখেছেন। ১৭২ ইনিংসে তিনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৬৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন স্টিভ স্মিথ। তবে সেঞ্চুরি পূর্ণ করার পর বেশিক্ষণ ক্রিজে থাকতে না পারেননি তিনি। ১৮৪ বলে ১১০ রান করে প্যাভিলিয়নে ফেরেন স্টিভ স্মিথ। তিনি তাঁর এদিনের ইনিংসে ১৫টি চার মারেন। স্মিথের সেঞ্চুরির সুবাদে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে চারশো রান টপকেছে। ম্যাচের প্রথম দিনে ৮৫ রানে খেলছিলেন স্টিভ স্মিথ। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই নিজের সেঞ্চুরি সম্পূর্ণ করেন তিনি। দ্রুততম ৩২ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন স্টিভ স্মিথ। নিজের ৯৯তম ম্যাচে তিনি এই কীর্তি গড়েছেন। ১৩২ ম্যাচ খেলে ৩০টি সেঞ্চুরি করার পর দ্বিতীয় স্থানে রয়েছেন জো রুট। কেন উইলিয়ামসন ৯৪ ম্যাচে ২৮টি সেঞ্চুরি করেছেন এবং বিরাট কোহলি ১০৯টি ম্যাচে ২৮টি সেঞ্চুরি করেছেন।
অ্যাশেজে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার ক্ষেত্রে জ্যাক হবসকে টপকে যাওয়ার কাছাকাছি চলে এসেছেন স্টিভ স্মিথ। দুজনেই অ্যাশেজে ১২টি করে সেঞ্চুরি করেছেন। অস্ট্রেলিয়ার স্যার ডন ব্র্যাডম্যান এই তালিকায় ১৯টি সেঞ্চুরি নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে এটি স্মিথের ৪৪তম সেঞ্চুরি। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে পিছনে ফেলে এগিয়ে গেছেন স্মিথ। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৪৩টি সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা। সক্রিয় খেলোয়াড়দের তালিকায় ৭৫টি সেঞ্চুরি করে প্রথম স্থানে রয়েছেন বিরাট কোহলি। ম্যাচের কথা বললে, প্রথম ইনিংসে ৪১৬ রান তুলেছে অস্ট্রেলিয়া। ১৮৪ বলে ১১০ রান করেছেন স্মিথ। ট্রাভিস হেড ৭৩ বলে ৭৭ রান করেছেন। ডেভিড ওয়ার্নার ৮৮ বলে ৬৬ রান করেছিলেন। জোশ টাঙ্গ ও ওলি রবিনসন ৩টি করে উইকেট নিয়েছেন। জো রুট দুটি ও জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড একটি করে উইকেট শিকার করেছেন।
For all the latest Sports News Click Here