ওমানকে কষ্ট করে হারিয়ে বিশ্বকাপের দোরগোড়ায় জিম্বাবোয়ে, চাপ বাড়ল উইন্ডিজের
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর বাছাইপর্বের সুপার সিক্সের প্রথম ম্যাচে শন উইলিয়ামসের সেঞ্চুরির সাহায্যে ওমানকে ১৪ রানে হারিয়ে দিল জিম্বাবোয়ে। এই ম্যাচে ওমানের হয়ে ওপেনার কাশ্যপ প্রজাপতিও সেঞ্চুরি ইনিংস খেললেও এটি জয়ের জন্য যথেষ্ট ছিল না। এই ম্যাচে ওমান টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল।
প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩২ রান তোলে জিম্বাবোয়ে। দলের পক্ষে সবচেয়ে বেশি রান করেন শন উইলিয়ামস। তাঁর ব্যাট থেকে আসে ১০৩ বলে ১৪২ রানের ইনিংস। এদিনের ইনিংসে ১৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে তিনি ১৪২ রানের ইনিংস খেলেন। টুর্নামেন্টে এটি ছিল শন উইলিয়ামসের তৃতীয় সেঞ্চুরি। তিনি ছাড়াও লিউক জংউই ২৮ বলে ৪টি চারের সাহায্যে অপরাজিত ৪৩ রান করেন। একই সঙ্গে ৪৯ বলে ৬ চারের সাহায্যে ৪২ রানের ইনিংস খেলেন সিকন্দর রাজা। তার সঙ্গে ১০২ (৯৪) রানের সেঞ্চুরি জুটি খেলেন উইলিয়ামস। ওমানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ফায়াজ বাট। বিলাল খান, কলিমুল্লাহ ও অধিনায়ক জিশান মাকসুদ একটি করে উইকেট শিকার করেন।
লক্ষ্য তাড়া করতে নেমে ওমান দল ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৩১৮ রান তুলতে সক্ষম হয়। দলের পক্ষে সবচেয়ে বেশি রান করেন কাশ্যপ প্রজাপতি। ৯৭ বলে ১২টি চার ও একটি ছক্কার সাহায্যে ১০৩ রানের সেঞ্চুরি ইনিংস খেলেন কাশ্যপ প্রজাপতি। একই সময়ে অয়ন খান ৪৩ বলে ৫ চারের সাহায্যে ৪৭ রানের অবদান রাখেন। এছাড়া আকিব ইলিয়াস ৬১ বলে ৫ চারের সাহায্যে ৪৫ রানের ইনিংস খেলেন। ইলিয়াস ও প্রজাপতি ৮৩ (৯৯) রানের পার্টনারশিপ করেন।
জিম্বাবোয়ের পক্ষে আশীর্বাদ মুজারবানি ও টেন্ডাই চাতারা সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন। এছাড়া ২টি রিচার্ড এনগারওয়া ও একটি উইকেট নিতে সফল হন সিকন্দর রাজা। এদিনের জয়ের ফলে সুপার সিক্সে নিজেদের জায়গা মজবুত করল জিম্বাবোয়ে।
বর্তমানে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে সিকন্দর রাজারা। জিম্বাবোয়ের জতার ফলে বিশ্বকাপের মূলপর্বে খেলার দিকে আরও একধাপ এগিয়ে গেল জিম্বাবোয়ে। আর জিম্বাবোয়ে এগিয়ে যেতেই বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পর্ব থেকেই ছিটকে যাওয়ার ভয় আঁকড়ে ধরল ওয়েস্ট ইন্ডিজকে। এখন তাদের পরের রাউন্ডে যেতে হলে আগে সবকটি ম্যাচ জিততে হবে, পরে গ্রুপের অন্য দলের অবস্থানের দিকে তাকিয়ে থাকতে হবে।
For all the latest Sports News Click Here