রিঙ্কু সিং ফিরতেই জারিজুরি শেষ, দলীপে মধ্যাঞ্চলকে সস্তায় বাঁধলেন ঈশ্বরনরা
যেভাবে শুরু করেছিলেন, তাতে আইপিএলের ফর্ম জারি রাখবেন বলে মনে হচ্ছিল। তবে শাহবাজ আহমেদের ফাঁদে পা দিয়ে শেষমেশ মাঠ ছাড়তে হয় রিঙ্কু সিংকে। দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে সেট হয়ে গিয়েও আউট হয়ে বসেন মধ্যাঞ্চলের রিঙ্কু। স্বস্তি পায় অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন পূর্বাঞ্চল দল।
আলুরে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মধ্যাঞ্চল দলনায়ক শিবম মাভি। যদিও ক্যাপ্টেনের এমন সিদ্ধান্তের যথাযথ মর্যাদা দিতে পারেননি ব্যাটসম্যানরা। শুরু থেকেই নিয়মিত অন্তরে উইকেট খোয়াতে থাকে মধ্যাঞ্চল।
প্রথম দিনের লাঞ্চে মধ্যাঞ্চল ২ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করে। লাঞ্চ থেকে চায়ের বিরতি পর্যন্ত দিনের দ্বিতীয় সেশনে ৫টি উইকেট খোয়ায় তারা। চায়ের বিরতিতে মধ্যাঞ্চলের স্কোর ছিল ৭ উইকেটে ১৫২ রান। শেষমেষ তারা প্রথম ইনিংসে ৭১.৪ ওভার ব্যাট করে ১৮২ রানে অল-আউট হয়ে যায়।
প্রথম ইনিংসে দলের হয়ে সব থেকে বেশি ৩৮ রান করেন রিঙ্কু সিং। ৫৮ বলের ইনিংসে তিনি ৬টি বাউন্ডারি মারেন। এছাড়া বিবেক সিং ২১, হিমাংশু মন্ত্রী ২৯, কুণাল চাণ্ডেলা ১৩, শুভম শর্মা ১৩, উপেন্দ্র যাদব ২৫, সৌরভ কুমার ৪, আবেশ খান ১০, যশ ঠাকুর ১ ও ক্যাপ্টেন শিবম মাভি ১৬ রান করেন। খাতা খুলতে পারেননি সরাংশ জৈন।
আরও পড়ুন:- ICC Ranking: কোয়ালিফায়ারে চোখ ধাঁধিয়ে বিশ্বব়্যাঙ্কিংয়ে বিরাট লাফ পুরান-রাজার, কোহলিকে পিছনে ফেললেন আইরিশ তারকা
প্রথম ইনিংসে পূর্বাঞ্চলের হয়ে একাই ৫টি উইকেট নেন মণিশঙ্কর মুরাসিং। তিনি ২০ ওভার বল করে ৩টি মেডেন-সহ ৪২ রান খরচ করেন। ১৭ ওভার বল করে ৪টি মেডেন-সহ ৪২ রানের বিনিময়ে ২টি উইকেট পকেটে পোরেন শাহবাজ আহমেদ। ৯ ওভার বল করে ২টি মেডেন-সহ ১৬ রানের বিনিময়ে ১টি উইকেট নেন ইশান পোড়েল। শাহবাজ নদিম ১৩.৪ ওভার বল করে ২টি মেডেন-সহ ৫২ রানের বিনিময়ে ১টি উইকেট সংগ্রহ করেন। উইকেট না পেলেও আঁটোসাটো বোলিং করেন আকাশ দীপ। তিনি ১২ ওভারে ৫টি মেডেন-সহ মাত্র ২১ রান খরচ করেন।
আরও পড়ুন:- কে বলেছে রাজনৈতিক কারণে মোহালি বাদ? কেন বিশ্বকাপের ম্যাচ দেওয়া হয়নি, জোর গলায় জানালেন BCCI-এর ভাইস প্রেসিডেন্ট
পূর্বাঞ্চলের প্রথম একাদশ: অভিমন্যু ঈশ্বরন (ক্যাপ্টেন), আকাশ দীপ, অনুষ্টুপ মজুমদার, ইশান পোড়েল, কুমার কুশাগ্র (উইকেটকিপার), মণিশঙ্কর মুরাসিং, রিয়ান পরাগ, শাহবাজ আহমেদ, শাহবাজ নদিম, শান্তনু মিশ্র ও সুদীপ ঘরামি।
মধ্যাঞ্চলের প্রথম একাদশ: বিবেক সিং, হিমাংশু মন্ত্রী, কুণাল চাণ্ডেলা, শুভম শর্মা, রিঙ্কু সিং, উপেন্দ্র যাদব (উইকেটকিপার), সরাংশ জৈন, সৌরভ কুমার, শিবম মাভি (ক্যাপ্টেন), আবেশ খান ও যশ ঠকুর।
For all the latest Sports News Click Here