‘উচ্চাকাঙ্ক্ষা একটা ছিলই’, সেরা অভিনেত্রীর খেতাব জিতেই ডগমগ ‘ইন্দুবালা’ শুভশ্রী
রাজ-শুভশ্রী জুটি আরও একবার চর্চায় উঠে এসেছে। না, তাঁরা এমনিতেও অবশ্য নানা কারণে চর্চায় থাকেন। হবে নাই বা কেন, টলিউডের অন্যতম পাওয়ার কাপল যে তাঁরা। কিন্তু ভাবছেন কেন আবার চর্চায়? তাঁরা যে আবার মা বাবা হতে চলেছেন দ্বিতীয়বারের মতো। ছোট ইউভানের ভাই বা বোন আসতে চলেছে শীঘ্রই। সেই খবর তাঁরা নিজেরাই দিয়েছেন। তবে এই খুশির খবর ভাগ করার কিছুদিন আগেই শুভশ্রীর জীবনে আরও একটি খুশির মুহূর্ত এসেছিল। তিনি সেরা অভিনেত্রীর সম্মানে সম্মানিত হয়েছিলেন।
চলতি বছরেই মুক্তি পেয়েছে কল্লোল লাহিড়ীর গল্প অবলম্বনে তৈরি করা সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’। সেখানে নাম ভূমিকায় দেখা গিয়েছে শুভশ্রীকে। বলাই বাহুল্য এই চরিত্রকে তিনি এতটা প্রাণবন্ত করে ফুটিয়ে তুলেছেন যে দর্শক থেকে সমালোচক সবার থেকেই তিনি বাহবা কুড়িয়েছেন।
দেবালয় ভট্টাচার্যের এই কাজ সকলের মনে গেঁথে গিয়েছে। বিশেষ করে ‘ইন্দুবালা’র চরিত্র। আর এবার সেই চরিত্রের জন্যই সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন তিনি। কিছুদিন আগেই টিভি৯ বাংলার তরফে ঘরের বায়োস্কোপ নামক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই বসেছিল চাঁদের হাট। টলিউডের তাবড় তাবড় অভিনেতারা উপস্থিত ছিলেন এদিন। ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। তিনি এদিন সেরা অভিনেত্রী ওটিটি বিভাগে খেতাব জেতেন ‘ইন্দুবালা ভাতের হোটেল’ -এর জন্য।
এই পুরস্কার পাওয়ার পর অভিনেত্রী বলেন, ‘একটা উচ্চাকাঙ্ক্ষা তো ছিলই। কিন্তু আমি অ্যাওয়ার্ডের কথা ভেবে কাজটা করিনি। কিন্তু কাজ করার পর বুঝেছিলাম এটা সবার খুব ভালো লাগবে। বইটাই সবার কাছে এতটা জনপ্রিয় হয়ে উঠেছিল যে কাজটা ভালো লাগতে বাধ্য ছিল। ইন্দুবালা চরিত্রটাই আসলে সবার খুব পছন্দের। তাই একটা উচ্চাকাঙ্ক্ষা তো ছিলই।’
প্রসঙ্গত রাজ চক্রবর্তী জানিয়েছেন, শুভশ্রীর প্রেগনেন্সি পূর্ব পরিকল্পিত। এটা কোনওভাবেই ‘আনপ্ল্যানড নয়’ যেমনটা গুজগুজ ফিসফাস চলছে আর কী। ইউভানের বয়স তিন হলে তার জন্য খেলার সঙ্গী আনার পরিকল্পনা আগেভাগেই সেরে রেখেছিলেন এই তারকা দম্পতি। মঙ্গলবার ইউভানের ছবি দিয়েই তাঁরা খুশির খবর ভাগ করেন। বলেন ইউভানের প্রমোশন হল, সে দাদা হতে চলেছে।
For all the latest entertainment News Click Here