Mimi Chakraborty: ‘বন্ধুদের বাচ্চা হচ্ছে আর আমার…’, হঠাৎ কেন এমন ভাবনা মিমির?
টলিপাড়ায় ‘মোস্ট এলিজেবল সুন্দরী’র তালিকা থেকে এখনও নাম বাদ যায়নি মিমির। ৩৪ বছরের এই টলিসুন্দরীর লাভ লাইফে উঁকি-ঝুঁকি মারার কম চেষ্টা চলে না। তবে মুখে কুলুপ নায়িকার। একটা সময় রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির মাখোমাখো প্রেম থাকতো সংবাদ শিরোনামে। তবে ২০১৬ সালে প্রেম সম্পর্কে ইতি টানেন রাজ-মিমি। তারপর থেকেই ‘সিঙ্গল’ যাদবপুরের তৃণমূল সাংসদ। ওদিকে শুভশ্রীর সঙ্গে ঘর বেঁধেছেন রাজ, স্ত্রী-পুত্রকে নিয়ে সুখী গৃহকোণ তাঁর। মঙ্গলবার শুভশ্রীর দ্বিতীয়বার মা হতে চলার সুখবরও ভাগ করে নিয়েছেন পরিচালক। আরও পড়ুন-‘দাদা হচ্ছে ইউভান’, দ্বিতীয় সন্তানের আগমন বার্তা দিলেন রাজ! ফের প্রেগন্য়ান্ট শুভশ্রী
এর মাঝেই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল মিমি চক্রবর্তীর একটি রিল ভিডিয়ো। সেখানে আক্ষেপ প্রকাশ করতে দেখা গেল মিমিকে। কীসের আক্ষেপ? ভিডিয়োয় দেখা গেল রেস্তোরাঁয় বসে জমিয়ে ডেজার্ট খাচ্ছেন মিমি। ডায়েট ভুলে জিভে জল আনা লোভনীয় কেক-পেস্ট্রিতেই মন তাঁর। প্রেক্ষাপটে বাজছে ভাইরাল ভয়েস ওভার। তাতে শোনা গেল- ‘এখনও আমার ছেলেমানুষি শেষ হচ্ছে না, আর আমার বন্ধুদের বাচ্চা হচ্ছে…বুঝতে পারছি না দুনিয়া দ্রুত গতিতে চলছে নাকি আমি ধীর গতিতে…’।
মিমির এই রিল ভিডিয়োর কমেন্ট বক্সে তাঁর ঘনিষ্ঠ বন্ধু অনিন্দ্য লেখেন- ‘চল আরেকদিন যাই…’। জবাবে একগুচ্ছে আইসক্রিমের ইমোজি যোগ করেছেন মিমি। পাঁচতারা হোটেলের ডাইনিং টেবিলে সাদা-কালো ওয়ান পিসে ধরা দিয়েছেন মিমি। সঙ্গে একদম হালকা মেকআপ আর ন্যুড রঙা লিপস্টিকে ঝলমলে নায়িকা।
রাজের সঙ্গে ব্রেকআপের পর তুরস্কের এক লাইন প্রোডিউসারের সঙ্গে মিমির ঘনিষ্ঠতার কথা প্রকাশ্যে এসেছিল। এখন সেই গুঞ্জন ধামাচাপা পড়েছে। বিয়ে নামক সামাজিক প্রতিষ্ঠানের প্রতি আস্থা রয়েছে মিমিরও। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘মা চায় আমি বিয়ে করি। আমিও বিয়ে করতে চাই। তবে তার জন্য সময়ের অপেক্ষা। চোখের সামনে এত সম্পর্ক ভাঙতে দেখি! জানি না…’।
আপতত কাজই তাঁর জীবনের সব। আরও ভালো কাজ করতে চান তিনি। একদিকে অভিনয় কেরিয়ার, অন্যদিকে সাংসদ হিসাবে দায়িত্ব পালনে সদা তৎপর মিমি। ভালো কাজই তাঁকে মানুষের ভালোবাসা এনে দেবে বিশ্বাস তাঁর। বক্স অফিসে মিমির শেষ রিলিজ ছিল ‘খেলা যখন’। খুব শীঘ্রই বলিউডে জার্নি শুরু করছেন মিমি। পোস্তর হিন্দি রিমেক ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ মুক্তি পাবে এই বছরই। এছাড়াও দুর্গাপুজোয় আবিরের সঙ্গে জুটি বেঁধে রক্তবীজ নিয়ে আসছেন তিনি। ছবি পরিচালনায় শিবপ্রসাদ-নন্দিতা জুটি।
For all the latest entertainment News Click Here