নীলিমাকে ছেড়ে আমায় বিয়ে! মা খালি বলতেন পঙ্কজ তোমাকেও ছেড়ে যাবে: সুপ্রিয়া
নীলিমা আজিমের (শাহিদ কাপুরের মা) সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর সুপ্রিয়া পাঠককে বিয়ে করেছিলেন অভিনেতা পঙ্কজ কাপুর। সুপ্রিয়ারও অবশ্য সেটা দ্বিতীয় বিয়েই ছিল। তার আগে মাত্র ২২ বছর বয়সে একজনের সঙ্গে বিয়ে হয়েছিল সুপ্রিয়ার, মাত্র ১ বছরের মধ্যেই সেই বিয়ে ভেঙে যায়। তারপর অনেক পরে গিয়ে পঙ্কজ কাপুরের সঙ্গে আলাপ হয় সুপ্রিয়ার। ১৯৮৮-তে তাঁরা বিয়ে করেন। এখনও পর্যন্ত তিনি আর পঙ্কজ একসঙ্গেই থাকেন। তাঁদের দুই সন্তানও রয়েছে।
সম্প্রতি দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছেন সুপ্রিয়া পাঠক। বলেন, পঙ্কজ কাপুরের সঙ্গে বিয়ে নিয়ে কোনও আস্থা ছিল না তাঁর প্রয়াত, মা দিনা পাঠকের। যিনিও কিনা একজন অভিনেত্রী। যেহেতু পঙ্কজ কাপুরের আগের বিয়ে ভেঙে যায়, সেকারণেই দিনা পাঠকের মনে হয়েছিল, পঙ্কজ কাপুরের সঙ্গে তাঁর মেয়ের বিয়েও টিকবে না। কারণ, শাহিদ কাপুরের যখন মাত্র ৬ বছর বয়স, ঠিক তখনই নীলিমা আজিমের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছিল পঙ্কজ কাপুরের।
আরও পড়ুন-‘এখানে এসব চলবে না’, নওয়াজের সঙ্গে দাম্পত্য সমস্যার কথা বলতেই আলিয়ায় চটলেন সলমন
আরও পড়ুন-‘দারুণ রান্না করি, এটা দিয়েই বহু পুরুষ হৃদয়ে ঝড় তুলেছি’, অকপটে বললেন ‘দ্য কেরালা স্টোরি’র আদা শর্মা
আরও পড়ুন-অক্ষয়ের কোন কথায় সেদিন চোখে জল চলে এসেছিল রাজেশ শর্মার?
সম্প্রতি একটি নিউজ পোর্টালের জন্য টুইঙ্কেল খান্নাকে সাক্ষাৎকার দিয়েছেন সুপ্রিয়া পাঠক। সেখানেই তিনি বলেন পঙ্কজ কাপুরের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে আশঙ্কা ছিল সুপ্রিয়া পাঠকের মায়ের। টুইঙ্কেল প্রশ্ন করেন, এবিষয়ে বোন রত্না পাঠকের থেকে তিনি কোনও পরামর্শ নিয়েছিলেন কিনা? এ প্রশ্ন সুপ্রিয়া বলেন, ‘কে সেই পরামর্শ নেবে? সবাই চেষ্টা করেছিলেন কিন্তু আমি কারোর কথা শুনিনি। ততক্ষণে, আমি এমন এক পর্যায়ে চলে এসেছি যে কারও কথা শুনতে চাইনি। আমি আমার মন থেকে ঠিক করে নিয়েছিলাম।’
সুপ্রিয়া বলেন, ‘আমার মা, জীবনের শেষ কয়েক বছর পর্যন্ত, এমনকি আমার দুই সন্তান হয়ে যাওয়ার পরেও আমার মন পরিবর্তন করার চেষ্টা করেছেন। তিনি বলতে থাকতেন ও তোমাকে ছেড়ে চলে যাবে! উত্তরে আমি বলেছিলাম, ‘হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এখন কী করব! এত বছর ধরে থাকার পরেও উনি ওই একটাই কথা বলতেন আমি নাকি ভুল করেছি, ও আমায় ছেড়ে চলে যাবে। আমি বলি, ঠিক আছে, দেখা যাবে।’
For all the latest entertainment News Click Here