একটুও বুদ্ধি নেই পাকিস্তানের! বিশ্বকাপে ভেন্যু পরিবর্তন নিয়ে কটাক্ষ অশ্বিনের
চলতি বছরের অক্টোবর মাসে ভারতের মাটিতে বসতে চলেছে ওডিআই বিশ্বকাপ। আর এই একদিনের ক্রিকেট বিশ্বকাপ নিয়ে ভারতীয় বোর্ড এবং পাকিস্তান বোর্ডের মধ্যে ঝামেলা লেগেই রয়েছে। এই বছর বিশ্বকাপের সময়সূচি এখনও সরকারিভাবে ঘোষণা করেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা অর্থাৎ আইসিসি। পাকিস্তান এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানায়নি পিসিবি। জানা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসি এবং বিসিসিআইয়ের কাছে এক বিস্ময়কর আবেদন করেছে। তাদের দাবি বিশ্বকাপে তাদের দুটি ম্যাচের স্থান পরিবর্তন করতে হবে। বিশ্বকাপের সময়সূচি এখনও প্রকাশিত না হওয়ায় পাকিস্তানের এই আবেদনের পরিপ্রেক্ষিতে মুখ খুললেন ভারতের অভিজ্ঞ তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
বিশ্বকাপ সময়সূচির একটা খসড়া সব অংশগ্রহণকারী দলের কাছে পাঠিয়েছে আইসিসি। সেই খসড়াতে ঠিক করা হয়েছে পাকিস্তান ২০ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচ খেলবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে। তার তিনদিন পরে আরও একটি ম্যাচ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে। এখানেই আপত্তি পাকিস্তান ক্রিকেট বোর্ডের। তারা আবেদন করেছে এই দুই ম্যাচের ভেন্যু বদলে ফেলা হোক। তবে এর স্বপক্ষে কোনও শক্তপোক্ত কারণ দেখাতে পারেনি তারা। সূত্র মারফত জানতে পারা যাচ্ছে পাকিস্তান দল অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে নিজেদের সুবিধাজনক স্থানে খেলতে চাইছে।
পাকিস্তানের এই বিস্ময়কর আবেদন নিয়ে ভারতের তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে জানিয়েছেন আইসিসি এই বিষয়ের উপর বিশেষ কিছু ভাববে না। কারণ পাকিস্তান বোর্ড যে কারণ দেখিয়ে খেলতে রাজি নয় তা খুব একটা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ‘পাকিস্তান নিজেদের আবেদন পত্রে স্পষ্ট করে জানিয়েছে যে চেন্নাইয়ে খেলা হলে পরিস্থিতি আফগানিস্তানের পক্ষে থাকবে। ফলে তারা চাইছে এই স্থান বদল করা হোক। স্থান পরিবর্তন করে পাকিস্তানের সুবিধাজনক ভেন্যুতে ম্যাচ ফেলা হোক। তাই আমি মনে করি যে আইসিসি এই বিষয়ের উপর জোর দেবে না। যদি পাকিস্তান নিরাপত্তা সংক্রান্ত কোনও কারণ দেখাতো তাহলে হয়তো এই স্থান পরিবর্তন হতে পারতো। শুধুমাত্র বৈধ নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যা থাকলে তাহলেই আইসিসি এই বিষয়ে পদক্ষেপ করে। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা ছিল ধরমশালায়। কিন্তু নিরাপত্তা জনিত কারণের জন্য এই ম্যাচ স্থানান্তরিত হয়ে অনুষ্ঠিত হয় ইডেন গার্ডেন্সে। এইটা হয়েছিল নিরাপত্তা জন্য।’
যদিও পাক বোর্ডের প্রথম পছন্দ কলকাতা। তারা আগেই জানিয়ে রেখেছিল ভারত বনাম পাকিস্তান ম্যাচ এবং গ্রুপ লিগের ম্যাচগুলি যাতে ইডেনে দেওয়া হয়। আইসিসি বিশ্বকাপের সময়সূচি সাধারণত অনেক আগেই প্রকাশ করে দেয়। তবে এই বছর কিছুটা ব্যতিক্রম ঘটেছে। মনে করা হচ্ছে ২৭ জুন টুর্নামেন্টের ১০০ দিন আগে পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
For all the latest Sports News Click Here