দুরন্ত ব্যাটিং লিসাকের, আয়ারল্যান্ডের বিরুদ্ধে নাটকীয় জয় স্কটল্যান্ডের
জিম্বাবোয়েতে চলতি ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফায়ারের পরতে পরতে যেন লেগে রয়েছে রোমাঞ্চ।প্রায় প্রতিটি ম্যাচেই কিছু না কিছু নজির গড়ছেন ক্রিকেটাররা। ঘটছে একের পর এক অঘটন। টানটান উত্তেজনার ম্যাচের সাক্ষী থাকছেন ক্রিকেট ভক্তরা। সেই ধারাই বজায় থাকল বুধবারেও। বুধবার গ্রুপ বি’র এক ম্যাচে মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড। সেই ম্যাচেই একেবারে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে এক রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নিল স্কটিশরা। যে ম্যাচে স্কটরা জিততে পারেন এমন আশা হয়ত করেননি অতিবড় স্কটিশ ভক্তও। তবে অনবদ্য এক মারকাটারি ইনিংস খেলেন মাইকেল লিসাক।তার মারকুটে ইনিংসেই ঘুরে যায় ম্যাচের মোড়। অনবদ্য এক জয় ছিনিয়ে আনেন লিসাক।
এদিন বুলাওয়োতে প্রথমে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। প্রথমেই তাদের ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। একের পর এক ব্যাটার উইকেটে দাড়াতেই পারেননি। এদিন ওপেনার অ্যান্ডি বলবির্নি করেন ৩২ রান। একটা সময়ে আয়ারল্যান্ডের স্কোর ছিল ৫ উইকেটে ৭০ রান। সেখান থেকে জুটি বাঁধেন কার্টিস ক্যাম্ফার এবং জর্জ ডকরেল। দুজনে মিলে জুটিতে ১৩০ রান যোগ করে আয়ারল্যান্ডকে লড়াইতে ফেরান। অনবদ্য ১২০ রান করেন ক্যাম্ফার। খেলেন মাত্র ১০৮ বল। ডকরেল করেন ৬৯ রান। স্কটদের হয়ে ব্র্যান্ডন ম্যাকমুলেন মাত্র ৩৪ রান দিয়ে নেন পাঁচটি উইকেট।ফলে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৬ রান করে আয়ারল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে বেকায়দায় পড়ে যায় স্কটরা। একটা সময়ে তাদের স্কোর ছিল ৭ উইকেটে ১৫২। কোনও টপ অর্ডার ব্যাটার সেভাবে বলার মতন রান পাননি। ব্যতিক্রম ওপেনার ক্রিস্টোফার ম্যাকব্রাইড। তিনি করেন ৫৬ রান। এর কিছুক্ষণ পরেই উইকেটে আসেন মাইকেল লিসাক। দুরন্ত কাউন্টার অ্যাটাকিং ক্রিকেট খেলেন তিনি। মাত্র ৬১ বলে ৯১ রানে অপরাজিত থেকে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ৯ঠি চার এবং ৪টি ছয়ে। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে মার্ক ওয়াট করেন ৪৭ রান। আয়ারল্যান্ডের হয়ে মার্ক আডায়ার ৫৭ রান দিয়ে নেন তিনটি উইকেট। পরপর হারের পর রীতিমত চাপে পড়ে গেল আয়ারল্যান্ড। কার্যত তারা টুর্নামেন্টের বাইরে চলে গেল। অতীতে স্কটরা আইরিশদের বিরুদ্ধে কিছু ক্লোজ ম্যাচ হেরেছে। তাই এই জয় আরও মধুর বলে জানান লিসাক। তারা এভাবেই ক্রিকেট খেলতে বলে জানান এদিনের নায়ক।
For all the latest Sports News Click Here