‘মেয়েবেলা’য় কাজ করে তৃপ্ত নন ‘লালু’ অনিমেষ ভাদুড়ি, কী বললেন ৫ মাসের সফর নিয়ে?
বিতর্ক, চর্চা সব শেষে মাত্র পাঁচ মাসেই বন্ধ হচ্ছে ‘মেয়েবেলা’। শ্যুটিং শেষ হয়েছে গত সপ্তাহেই। দু-দিন পরেই বন্ধ সম্প্রচার। একরাশ মন খারাপ ঘিরে ধরেছে ‘মেয়েবেলা’র দর্শকদের। মন খারাপ কলাকুশলীদেরও। এই সিরিয়ালের হাত ধরে দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, তবে আচমকাই সিরিয়াল থেকে সরে দাঁড়ান রূপা। সেই নিয়ে শুরু বিতর্ক। ড্যামেজ কন্ট্রোল করতে ‘বীথিকা মিত্র’র চরিত্রে অনুশ্রী দাসকে নিয়ে এসেও শেষরক্ষা হল না। রূপা ছেড়ে যাওয়ার দেড় মাসের মধ্যেই বন্ধ হল ‘মেয়েবেলা’।
‘মেয়েবেলা’ সিরিয়াল মূলত মেয়েদের গল্প হলেও, একাধিক গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্র উঠে এসেছে ধারাবাহিকে। নায়ক অর্পণের পাশাপাশি তাঁর বাবা, কাকারাও পেয়েছেন যোগ্য় স্ক্রিনটাইম। এই সিরিয়ালে মিত্র বাড়ির মেজো ছেলের ভূমিকায় দেখা মিলেছে অভিনেতা অনিমেষ ভাদুরির। ছোট পর্দার অতি পরিচিত নাম অনিমেষ। লাল মিত্রর ভূমিকা অতি সাবলীলভাবে তুলে ধরেছেন তিনি, তবে ‘মেয়েবেলা’র সফর নিয়ে মোটেই তৃপ্ত নন অভিনেতা। আনন্দবাজারকে অভিনেতা জানান, ‘এত কিছুর মধ্যেও মনখারাপ হচ্ছে। আমি আগে ‘গানের ওপারে’, ‘আয় তবে সহচরী’ এই দু’টি সিরিয়ালে কাজ করে যে তৃপ্তি পেয়েছিলাম, এখানেও সেই আনন্দই খুঁজেছিলাম। কিন্তু তৃপ্ত হলাম না।’
সিরিয়াল আচমকা শেষ হওয়ায় মন খারাপ ঘিরে রয়েছে সকলকে। তবে মনের কোণে সেই দুঃখ চেপে সম্প্রতি উদযাপনে মেতেছিল গোটা টিম। ‘মেয়েবেলা’র ব়্যাপ আপ পার্টিতে জমিয়ে হুল্লোড় করতে দেখা গিয়েছে মৌ-ডোডো-সুরজিৎ-অতসীদের। শেষ বারের মতো সিরিয়ালের সহকর্মীদের জড়িয়ে ফ্রেমবন্দি হল মুহূর্তরা। আর সেই ঝলক উঠে এসেছে ‘লালু মিত্র’ অনিমেষের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। মৌ-ডোডো-প্লাবনদের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে তিনি লেখেন- ‘শেষ নাহি যে শেষ কথা কে বলবে ………আমাদের মেয়েবেলা’।
‘পাঁঠার মাস, ভাত থেকে বিশেষ পানীয়’, সব রকমের আয়োজনই ছিল ‘মেয়েবেলা’র ব়্যাপ আপ পার্টিতে, জানিয়েছেন অনিমেষ। আনন্দ, হইচই-এর মাঝে মন খারাপের বহিঃপ্রকাশও দেখা গেল। শেষবেলায় একে অপরকে জড়িয়ে ধরে ইমোশন্যাল সকলে, চোখের জল বাধ মানল না কারুর। কালের নিয়মে সিরিয়াল শেষ হওয়াটাই স্বাভাবিক, তবে ‘মেয়েবেলা’ এত জলদি শেষ হবে সেটা বোধহয় কলাকুশলীরাও আশা করেননি।
আরও পড়ুন-মৌ-ডোডোর নাচে জমজমাট ‘মেয়েবেলা’র ব়্যাপ আপ পার্টি, শেষপ্রহরে কেঁদে ভাসালেন সবাই
এই সিরিয়ালের মাধ্যমে নতুন জুটি পেয়েছে টেলিপাড়া। স্বীকৃতি-অপর্ণের রসায়ন দাগ কেটেছে সকলের মনে। এই জুটিকে ফের নতুন সিরিয়ালে দেখতে আগ্রহী দর্শক। পুরোনো জুটিকে ফের ফিরিয়ে আনার ট্রেন্ড এখন দেখা যাচ্ছে বাংলা টেলিভিশনে। দর্শকদের মনের ইচ্ছা পূরণ করতে মৌ-ডোডো কি ফের একসঙ্গে ফিরবেন? উত্তরের জন্য আপতত লম্বা অপেক্ষা।
For all the latest entertainment News Click Here