‘বুঝতে পারছি না আমায় নিয়ে কেন এসব রটছে!’ কোন ভুয়ো খবরে বিরক্ত সন্দীপ্তা সেন?
অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে ভুয়ো খবর ছড়ানোর ঘটনা কোনও নতুন ঘটনা নয়। এবার ভুয়ো খবর ছড়ালো অভিনেত্রী সন্দীপ্তা সেনকে নিয়ে। সম্প্রতি, শোনা যাচ্ছিল নতুন ধারাবাহিকে অভিনেতা কৌশিক রায়ের সঙ্গে জুটি বেঁধে হাজির হতে চলেছেন সন্দীপ্তা। আর এই ধারবাহিকটি যীশু সেনগুপ্ত-নীলঞ্জনা সেনগুপ্তের প্রযোজনা সংস্থার হাত ধরে আসতে চলেছে।
টেলিভিশনের পর্দায় সন্দীপ্তা সেনের ফেরার খবরে বেজায় খুশি ছিলেন তাঁর অনুরাগীরা। কিন্তু নাহ, অভিনেত্রীর বলছেন উল্টো কথা। কৌশিক রায়ের সঙ্গে জুটি বেঁধে টেলিভিশনে ফেরার খবরে সন্দীপ্তা বলছেন, খবরটাই নাকি ভুয়ো। টিভি নাইন বাংলাকে সন্দীপ্তা জানান, তাঁর কাছে এধরনের কোনও প্রস্তাবই আসেনি। আর এই ধারাবাহিকে তিনি কাজও করছেন না। এখবর কেন রটেছে তাঁরা জানা নেই।
আরো পড়ুন-ইসকনের রথের রশিতে টান মুখ্যমন্ত্রীর, সামিল মিমি, নুসরত, সায়ন্তিকা, হাজির ডোনাও
আরও পড়ুন-‘কাঁধে, কপালে, এলোমেলো চুমু খেয়েছি’! ‘জি করদা’ নিয়ে চর্চায় মুখ খুললেন সুহেল-তামান্না
সন্দীপ্তা আরও জানান, মেগা ধারাবাহিক দিয়ে কেরিয়ার শুরু হলেও, আপাতত তিনি এখন মেগা করতে চাইছেন না। বর্তমানে OTT-তে পর পর ওয়েব সিরিজ করছেন তিনি। আপাতত OTT-তেই মন দিতে চান। সম্প্রতি চর্চায় উঠে এসেছে সন্দীপ্তা সেন অভিনীত ওয়েব সিরিজ নষ্টনীড়, শিকারপুর-এর মতো ওয়েব সিরিজ।
এদিকে ব্যক্তিগত জীবনে সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়েও মুখ খুলেছেন সন্দীপ্তা। সাফ জানিয়েছেন, বিয়ের কথা এখনই তিনি ভাবছেন না। অভিনেত্রীর কথায়, একটা বয়সে পৌঁছানোর পর সব মেয়েকেই বিয়ের কথা শুনতে হয়, তাঁকেও হচ্ছে। তবে তাঁর দিদাও নাকি ৩৫ বছরে বিয়ে করেছিলেন. সেসময়ও তাঁকে শুনতে হয়েছিল, এর এখন নাতনি সন্দীপ্তাকে শুনতে হচ্ছে। তবে সন্দীপ্তা সেনের কথায়, একসময় তিনি নাকি ভেবেছিলেন বিয়েটাই করবেন না, তবে এখন সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়ানো পর তাঁরও বিয়ের ইচ্ছা হয়েছে। তবে সেটা এখনই নয়। আপাতত কাজেই মন দিতে চান সন্দীপ্তা।
For all the latest entertainment News Click Here