সুরূপা গুহর রহস্যমৃত্যু পর্দায়! ঘটনায় ক্ষুব্ধ অভিযুক্ত স্বামীর বান্ধবী অপর্ণা?
১৯৭৬ সালের ৫ই মে। কলকাতার অভিজাত পরিবারের গৃহবধূ, সুরূপা গুহর মৃত্যুতে নড়েচড়ে বসেছিল শহরবাসী। এই মৃত্যুরহস্য নিয়েই এবার ছবি তৈরি করছেন পরিচালক অরিন্দম শীল। নাম ‘১৯শে এপ্রিল’। লস্যিতে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছে সুরূপাকে, এমনটাই ছিল অভিযোগ। তদন্তে নেমে পুলিশের হাতে গ্রেফতার হন সুরূপার স্বামী, সাউথ পয়েন্টের তৎকালীন প্রিন্সিপাল ইন্দ্রনাথ গুহ। এছাড়াও ইন্দ্রনাথের বাবা-মা এবং বাড়ির পরিচারক ঝন্টু চরণ দত্ত এবং ড্রাইভার রমেন্দ্রনাথ লাহিড়িও গ্রেফতার হন। রহস্য জট খুলতে দীর্ঘদিন আদালতে মামলা চলে। খুনই হয়েছেন সুরূপা, সিদ্ধান্তে অনড় ছিলেন বিচারপতি। তবে কে খুন করেছিল সুরূপাকে তা প্রমাণিত হয়নি কোর্টে, তদন্তকারীরা উপযুক্ত তথ্য-প্রমাণ পেশে ব্যর্থ হয়। তথ্য লোপাটের অভিযোগে দু-বছরের জেল হয়েছিল ইন্দ্রনাথের। ময়নাতদন্তে সুরূপার পাকস্থলীতে মারকিউরিক ক্লোরাইড মিলেছিল, যা সাউথ পয়েন্ট স্কুলের ল্যাবে মজুত থাকত।
সেই সময় আলচনায় উঠে এসেছিল সুরূপার অভিযুক্ত স্বামী ইন্দ্রনাথ গুহ-র সঙ্গে অভিনেত্রী অপর্ণা সেনের বন্ধুত্ব। জানা যায়, পুলিশ ও সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখেও পড়েছিলেন অভিনেত্রী। পাঁচ দশক পর সুরূপার মৃত্যু মামলা বড় পর্দায় আনছেন অরিন্দম শীল, এ কথা কানে পৌঁছাতেই নাকি মোটেই খুশি নন অপর্ণা। পরিচিত মহলে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি, এমনই ফিসফিসানি শুরু হয়েছে টলিপাড়ায়।
জানা যাচ্ছে অরিন্দম শীলের ছবিতে সেই সময়ের প্রথম সারির অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে অরুণিমা ঘোষকে। এই চরিত্র নিয়ে শুরুতে যথেষ্ট দ্বন্দ্ব কাজ করেছে অরুণিমার মনে। আনন্দবাজারকে অভিনেত্রী জানান, ‘এটা কারও বায়োপিক নয়, একটা ঘটনার অনুপ্রেরণায় তৈরি ছবি। কাউকে অসম্মান করা আমাদের উদ্দেশ্য নয়।’
বিতর্কিত বিষয় নিয়ে ছবি তৈরিতে সিদ্ধহস্ত অরিন্দম। এর আগে হেতাল পারেখের ধর্ষণ ও খুনের মামলা নিয়ে ‘ধনঞ্জয়’এর মতো ছবি তৈরি করেছেন তিনি। পরিচালকের কথায় এই ছবি সত্য ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হবে। এক অভিজাত পরিবারের গৃহবধূ বাড়ি ফিরে লস্যি আর শসা খেয়ে মারা গেলেন। আজকের প্রেক্ষাপটে এই কাহিনি সাজিয়েছেন অরিন্দম শীল। অপর্ণা সেনের প্রসঙ্গ উঠতেই সংবাদমাধ্যমকে পরিচালক স্পষ্ট বলেন, ‘ওঁনাকে কোনও ভাবে আঘাত করা আমাদের ছবির উদ্দেশ্য নয়। উনি আমাদের কাছে এক জন সম্মাননীয় ব্যক্তিত্ব। ছবির মাধ্যমে ওঁর এতটুকু সম্মানহানি করার কোনও মানসিকতা আমার বা প্রযোজকের নেই’। পরিচালক জানিয়েছেন এই ছবিতে ২০২৩ সালের এক অভিনেত্রীর সঙ্গে অন্যের সম্পর্ক দেখানো হবে।
এই বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি অপর্ণা সেন, জানান তিনি বিদেশে আছেন তাই কথা বলতে পারবেন না। ক্যামেলিয়া ফিল্মস থাকছে এই ছবির প্রযোজনার দায়িত্বে। ‘মিতিন মাসি’ টিমই এবার ‘১৯শে এপ্রিল’ হাজির করছে বড়পর্দায়। ছবিতে অরুণিমা ছাড়াও অনন্যা চরিত্রে থাকবেন আরিফিন শুভ, অঙ্কিতা চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, ইন্দ্রাশিস রায়। চলতি মাসের শেষেই শ্যুটিং শুরু হওয়ার কথা এই ছবির।
For all the latest entertainment News Click Here