তামান্না-বিজয়ের কেমিস্ট্রিতে ঘুম উড়েছে ভক্তদের! বোল্ড লুকে বলিপাড়ার নয়া জুটি
অফস্ক্রিন জুটি প্রথমবার আসছেন পর্দায়। ‘লাস্ট স্টোরিজ ২’ ছবিতে জুটি বাঁধতে চলেছেন তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মা। এটাই তাঁদের একত্রে করা প্রথম কাজ হতে চলেছে। পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবেও। কিছুদিন আগেই তামান্না ভাটিয়া একটি সাক্ষাৎকারে শিকার করে নেন যে তিনি সত্যি প্রেম করছেন বিজয়ের সঙ্গে। এতদিন যে যে গুনগুন, ফিসফাস শোনা যাচ্ছিল তাঁদের নিয়ে সেসবই সত্যি। অভিনেত্রী জানিয়ে দেন এই ছবির সেটে তাঁদের আলাপ হয়, সেখান থেকেই প্রেম।
ইতিমধ্যেই এই ছবির ট্রেলার মুক্তি পেয়ে গিয়েছে। এই সিরিজের দ্বিতীয় ভাগে তামান্না এবং বিজয় ছাড়াও আছেন ম্রুণাল ঠাকুর, কাজল, নীনা গুপ্ত, প্রমুখ। যদিও দর্শকদের নজর কিন্তু এক দিকে। এই সিরিজে তামান্না এবং বিজয়কে একত্রে অন স্ক্রিন কেমন লাগে সেটাই দেখার জন্য।
এই সিরিজের নির্মাতারা সদ্যই ‘লাস্ট স্টোরিজ ২’ -র একটি ফটোশুটের আয়োজন করেছিলেন। সেখানে একদম নজরকাড়া লুকে ধরা দিলেন এই বলি জুটি। তাঁদের বাস্তবের রোম্যান্স ক্যামেরাতেও ধরা পড়েছে। কখনও প্রেমিকার কোলে শুয়ে, কখনও বা তাঁর পায়ের কাছে বসে একদম হট লুকে ধরা দিলেন বিজয়। কালো পোশাকে টুইনিং করে বোল্ড লুকে নজর কাড়লেন তামান্নাও। ভক্তদের মধ্যে একপ্রকার হইচই পড়ে গিয়েছে তাঁদের এই কেমিস্ট্রি দেখে। আলাদাই মাত্রা যোগ করেছে পুরো বিষয়টা।
তামান্না এবং বিজয়ের এই হট ফটোশুট যে সোশ্যাল মিডিয়ার পারদ বেশ অনেকটাই চড়িয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। এই ছবিগুলো পোস্ট করে সিরিজের নির্মাতাদের তরফে ক্যাপশনে লেখা হয়, ‘আপনারা এতদিন যে কেমিস্ট্রি দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলেন সেটা মনে হচ্ছে সত্যি হয়ে গেল! লাস্ট স্টোরিজ আগামী ২৯ মে মুক্তি পেতে চলেছে।’ নেটফ্লিক্সে আসবে এই সিরিজের দ্বিতীয় ভাগ।
তবে সিরিজের অপেক্ষা আর কে করে! এই ফটোশুট দেখেই মুগ্ধ হয়েছে ভক্তরা। ভালোবাসায় ভরিয়ে তুলেছেন অভিনেতাদের। এক ব্যক্তি এই পোস্টে লেখেন ‘কখনও ভাবিনি ওদের একসঙ্গে এতটা ভালো লাগবে।’ আরেক ব্যক্তি লেখেন, ‘ছেলেরা কেবল নিজের পছন্দের মহিলার পায়ের কাছেই পড়ে থাকেন।’ কেউ আবার মজা করে লেখেন, ‘এবার কার জয় হবে মোহ না ভালোবাসার?’
বিজয় তামান্না দুজনেই সম্প্রতি দুটি আলাদা সাক্ষাৎকারে জানিয়েছেন যে তাঁরা সম্পর্কে আছেন। একে অন্যের প্রতি ভালোবাসায় মগ্ন তাঁরা। যদিও এই বিষয়ে আন্দাজ অনেকেই অনেকদিন ধরেই করেছেন। কিছু মাস যাবৎ তাঁদের একত্রে একাধিক জায়গায় দেখা যাচ্ছিল যে। এবার তাতে শিলমোহর দিলেন দুই অভিনেতা।
For all the latest entertainment News Click Here