অ্যাশেজেও অশ্বিন! ভারতীয় স্পিনারের কথা ভেবেই অ্যাশেজের দল নির্বাচন স্টোকসের
বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা অ্যাশেজ সিরিজ। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার প্রাচীন এই সিরিজের জন্য অপেক্ষা করে থাকে সকল ক্রিকেট প্রেমী। সেই সিরিজ আজ থেকেই শুরু হয়েছে। দুই দল মরিয়া হয়ে রয়েছে ম্যাচ জিততে। বিশ্বের তারকা ক্রিকেটাররা রয়েছেন এই দুই দলের। তবে টিম অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে ফুরফুরে মেজাজে রয়েছে। অন্যদিকে ইংল্যান্ডের ব্যাজবল পদ্ধতি কীরকম আক্রমণাত্মক সবাই জানে। দুই দলই চায় বিপক্ষের ক্রিকেটারদের তাড়াতাড়ি আউট করে দিতে। এই আবহেই ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস বলেন যে ডেভিড ওয়ার্নারের বিরুদ্ধে স্টুয়ার্ট ব্রডের রেকর্ড অ্যাশেজের জন্য তাঁর নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
২০১৯ সালের অ্যাশেজের সময় ওয়ার্নারের উপর ব্রডের একছত্র আধিপত্য ছিল। এটিই তাঁর দল নির্বাচনের ক্ষেত্রে প্রধান কারণ। সেই সিরিজে ১০ ইনিংসে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিডকে সাতবার আউট করেন। যার ফলে সিরিজে ডেভিডের গড় ১০-এর কম ইংল্যান্ড শিবিরের আশা এবারও তেমনটাই হবে।
স্টোকস-ওয়ার্নারের বিরুদ্ধে ব্রডের পারফরম্যান্সের প্রভাব স্বীকার করে বলেন, ‘না, আমি মিথ্যা বলতে পারবো না।’ ব্রড অনেক বছর ধরে অবিশ্বাস্য পারফরম্যান্স করছে। অ্যাশেজে যা করেছে তাঁর মতো কাউকে অতীতে খুঁজে পাওয়া খুব কঠিন। জিমি এবং ব্রড ও অসাধারন করেছে। আমি আমাদের দল নিয়ে খুব খুশি।’ এখানে না থেমে তিনি বলেন, ‘ব্রড এবং ওয়ার্নারের বিরুদ্ধে পারফরম্যান্স আমার বিরুদ্ধে অশ্বিনের মতো।’
ওয়ার্নার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় ফর্মে ফিরে আসার আভাস দেন। সেই ম্যাচে তিনি প্রথম ইনিংসে ৪৩ রান করেন। চার বছর আগে তাদের মুখোমুখি হওয়ার খারাপ প্রথম ভুলে ব্রডের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি মরিয়া হয়ে উঠেছেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ওয়ার্নারের প্রস্তুতির প্রতি আস্থা প্রকাশ করে বলেন, ‘আমি নিশ্চিত যে ডেভিড গত কয়েক বছরে এটি নিয়ে অনেক চিন্তাভাবনা করেছে। যার ফলে ও নিজের ভুল খুঁজে বের করতে পেরেছে। ডেভিড অ্যাশেজের জন্য পরিকল্পনা ঠিক করে রেখেছে। আমি নিশ্চিত ২০১৯ সালে অ্যাশেজে যে ভুলগুলি দেখা গিয়েছে, তা এবার দেখা যাবে না।’ ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজ শুরু হয়েছে শুক্রবার। বার্মিংহ্যামে প্রথম ম্য়াচের শুরুতেই ধাক্কা খেয়েছে ইংল্য়ান্ড। বেন ডাকেটকে প্রথমেই তুলে নেন হ্যাজেলউড।
For all the latest Sports News Click Here