বড় রানের ইনিংস গড়েও বরাত জোরে জয় ত্রিপাঠীদের, ব্যাট হাতে চমক হাঙ্গার্গেকরের
জয় দিয়ে মহারাষ্ট্র প্রিমিয়র লিগ অভিযান শুরু করল রাহুল ত্রিপাঠীর ঈগল নাসিক টাইটানস। লিগের দ্বিতীয় ম্যাচে ছত্রপতি সম্ভাজি কিংসকে ভিজেডি নিয়মে ৪ রানে হারিয়ে দেয় তারা।
পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নাসিক। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯৫ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। দলকে শক্ত ভিতে বসিয়ে দেন দুই ওপেনার হার্ষাদ খাদিওয়ালে ও আর্শিন কুলকার্নি। হার্ষাদ ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৪৩ রান করে আউট হন। কুলকার্নি ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৬০ রানের মারকাটারি ইনিংস খেলে মাঠ ছাড়েন।
তিন নম্বরে ব্যাট করতে নেমে রাহুল ত্রিপাঠী ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ১১ রান করে আউট হন। শেষবেলায় ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৭ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ধনরাজ শিন্ডে। কৌশল তাম্বে করেন ১৪ বলে ২১ রান। তিনি ২টি চার মারেন। সিদ্ধেশ বীর ৭ ও মান্দার ভাণ্ডারি ৮ রান করে সাজঘরে ফেরেন।
আরও পড়ুন:- TNPL 2023: ফের সেঞ্চুরির দোরগোড়ায় রান-আউট সাই সুদর্শন, অজিতেশের তাণ্ডবে শেষ বলে হার শাহরুখদের
সম্ভাজির হয়ে ২টি করে উইকেট নেন শামশুজামা কাজী ও রামেশ্বর দাউদ। ১টি উইকেট নেন হিতেশ। ৩ ওভারে ৩৮ রান খরচ করেও কোনও উইকেট পাননি রাজবর্ধন হাঙ্গার্গেকর।
আরও পড়ুন:- BAN vs AFG: একেই বলে সুযোগের সদ্ব্যবহার, আফগানদের ফলো-অন না করিয়ে শতরান-অর্ধশতরানের হিড়িক শান্ত-মোমিনুলদের
পালটা ব্যাট করতে নেমে সম্ভাজি কিংস ১৫ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫২ রান তোলে। ম্যাচের গতিতে প্রকৃতি বাধ সাধলে ফলাফল নির্ধারিত হয় ভিজেডি মেথডে। দলের হয়ে সব থেকে বেশি ৪৬ রান করেন ওপেনার সৌরভ নাওয়ালে। ২৪ বলের ইনিংসে তিনি ৭টি চার মারেন। ২১ বলে ৩৫ রান করেন অপর ওপেনার মুর্তাজা। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন।
রণজিৎ নিকম ১৮ বলে ২৪ ও রাজবর্ধন হাঙ্গার্গেকর ৮ বলে ২১ রানের আগ্রাসী ইনিংস খেলেন। হাঙ্গার্গেকর ৩টি ছক্কা হাঁকান। নাসিকের হয়ে ২টি উইকেট নেন অক্ষয় ওয়াইকর। ১টি করে উইকেট দখল করেন প্রশান্ত সোলাঙ্কি ও ইঝান সায়েদ। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন আর্শিন কুলকার্নি। সুতরাং, বড় রানের ইনিংস গড়েও বরাত জোরে ম্য়াচ জেতে নাসিক।
For all the latest Sports News Click Here