সাহসী সিদ্ধান্ত অস্ট্রলিয়ার, অ্যাসেজের প্রথম টেস্টে বাদ দলের অন্যতম সেরা পেসার
হ্যাজেলউডের চোট থাকায় ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামার সুযোগ পেয়ে যান স্কট বোল্যান্ড। তবে সেই সুযোগটাকে তিনি যে এভাবে কাজে লাগাবেন, সেটা আগে থেকে অনুমান করা মুশকিল ছিল।
স্কোয়াডের সব বোলার ফিট থাকলে ইংল্যান্ডের পিচে অস্ট্রেলিয়ার সেরা তিন পেসার হবেন কামিন্স, স্টার্ক এবং হ্যাজেলউড, এটাই প্রত্যাশিত। তবে বোল্যান্ডের জন্যই বার্মিংহ্যামে অ্যাসেজের প্রথম টেস্টে বাদ পড়তে হল মিচেল স্টার্ককে। এমনটা নয় যে, স্টার্ক টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মন্দ বোলিং করেছে। বরং দুই ইনিংসে ২টি করে মোট ৪টি উইকেট নিয়েছেন তিনি।
তবে বোল্যান্ড আক্ষরিক অর্থেই ভারতীয় ব্যাটসম্যানদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেন। তিনি প্রথম ইনিংসে ২টি ও দ্বিতীয় ইনিংসে ৩টি অর্থাৎ, দুই ইনিংস মিলিয়ে মোট ৫টি উইকেট দখল করেন।
বোল্যান্ডকে প্রথম একাদশে রাখতে হলে হ্যাজেলউড অথবা স্টার্কের মধ্যে কোনও একজনকে বেছে নিতে হতো অস্ট্রেলিয়াকে। স্টার্কের ব্যাটের হাত ভালো জেনেও অস্ট্রেলিয়া প্রাধান্য দেয় হ্যাজেলউডকে, যিনি শেষবার টেস্ট খেলেন গত জানুয়ারি মাসে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
ভারতের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যে ১১ জনকে নিয়ে মাঠে নামে অস্ট্রেলিয়া, তাতে একটিমাত্র রদবদল করে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজের প্রথম টেস্টে দল নামায় তারা। স্টার্ক জায়গা ছেড়ে দেন হ্যাজেলউডকে।
অ্যাসেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (ক্যাপ্টেন), নাথান লিয়ন, স্কট বোল্যান্ড ও জোশ হ্যাজেলউড।
অ্যাসেজের প্রথম টেস্টে ইংল্যান্ডের প্রথম একাদশ: জ্যাক ক্রউলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (ক্যাপ্টেন), জনি বেয়ারস্টো (উইকেটকিপার), মইন আলি, ওলি রবিনসন, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।
For all the latest Sports News Click Here