‘দলকে WTC-র ফাইনালে তুলতে ভূমিকা নিয়েছিলাম, তাই…’বাদ পড়া নিয়ে মুখ খুললেন অশ্বিন
হতাশ হওয়া স্বাভাবিক, তবে তাই বলে টিম ম্যানেজমেন্টের প্রতি ক্ষোভ উগরে দেওয়ার পাত্র নন রবিচন্দ্রন অশ্বিন। বরং নিতান্ত বাস্তববাদী দৃষ্টিভঙ্গিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে বাদ পড়াকে বিশ্লেষণ করলেন টিম ইন্ডিয়া তারকা স্পিনার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডব্লিউটিসি ফাইনালে তাঁর সুযোগ না পাওয়াকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে অশ্বিন নিজে দাবি করেন, তাঁর সঙ্গে এমনটা প্রথম ঘটেনি, তাই এটাকে ধাক্কা হিসেবে বিবেচনা করছেন না তিনি। এই বাদ পড়াটা কেরিয়ারে সাময়িক হোঁচট খাওয়া মাত্র, যেটাকে ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাঁকে।
ওভালের পিচে স্পিনারদের জন্য বরাবর সাহায্য থাকে। তা সত্ত্বেও ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চারজন পেসারকে মাঠে নামায়। একমাত্র স্পিনার হিসেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট অগ্রাধিকার দেয় রবীন্দ্র জাদেজাকে। অথচ টেস্ট চ্যাম্পিয়নশিপে সব থেকে বেশি উইকেট নিয়ে অশ্বিনই ভারতকে ফাইনালে উঠতে সাহায্য করেন। আরও উল্লেখযোগ্য বিষয় হল, আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী রবিচন্দ্রন এই মুহূর্তে বিশ্বের সেরা টেস্ট বোলার। তাই এক নম্বর বোলারকে রিজার্ভ বেঞ্চে রেখে ভারতীয় দলের মাঠে নামাকে সমর্থন করেননি সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, সুনীল গাভাসকর, রবি শাস্ত্রীর মতো প্রাক্তনরা।
আরও পড়ুন:- MLC 2023: অবসর নিয়েই মার্কিন মুলুকে ঝড় তুলতে চললেন রায়াড়ু, মাঠ মাতাবেন সুপার কিংসের জার্সিতেই
ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে অশ্বিন নিজের বাদ পড়া প্রসঙ্গে বলেন, ‘আমার কাছে এটা ধাক্কা নয়, সামান্য হোঁচট খাওয়া মাত্র। আমি বিষয়টাকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারব, কেননা এমনটা আগেও হয়েছে, এই প্রথমবার নয়। তাই এটা অভ্যাস হয়ে গিয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হল আপনাকে জানতে হবে কীভাবে এমন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করবেন।’
আরও পড়ুন:- TNPL 2023: গড়পড়তা পারফর্ম্যান্স বিজয় শঙ্করের, বাবা অপরাজিতের দাপটে টানা দ্বিতীয় জয় জগদীশানদের
যদিও অশ্বিন স্পষ্ট ভাষায় এটাও জানিয়ে দিতে ভোলেননি যে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে চেয়েছিলেন তিনি। তাঁর কথায়, ‘খেলার সুযোগ পেলে ভালো লাগত, কেননা দলকে ফাইনালে তুলতে আমার একটা ভূমিকা ছিল। এমনকি গতবারের ফাইনালেও আমি ৪টি উইকেট নিয়েছিলাম এবং সত্যিই দারুণ বল করেছিলাম। ২০১৮-১৯ থেকে বিদেশে আমার পারফর্ম্যান্স দুর্দান্ত এবং দলকে ম্যাচও জিতিয়েছি।’
কোচ-ক্যাপ্টেনকে আড়াল করে অশ্বিন সঙ্গে যোগ করেন, ‘শেষবার যখন আমরা ইংল্যান্ডে খেলি, সিরিজ ২-২ নিষ্পত্তি হয়েছিল যার মধ্যে একটি টেস্ট ম্যাচ ড্র হয়। ওদের মনে হতে পারে ইংল্যান্ডে চার পেসার ও ১ স্পিনারের কম্বিনেশন যথাযথ। ফাইনালেও হয়ত সেই ভাবনাই ছিল ওদের।’
For all the latest Sports News Click Here