DC-র কোচিং স্টাফে গুরুত্ব বাড়ছে অজিত আগরকরের, ছাঁটাই হচ্ছেন শেন ওয়াটসন
শুভব্রত মুখার্জি: ১৬তম আইপিএলে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। প্রথম দিকে পরপর পাঁচটি ম্যাচে হেরেছিল তারা। এর পরে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস কিছুটা কামব্যাক করেছিল। তবে শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত লিগের ক্রমতালিকায় নয় নম্বরে শেষ করে তারা। তবে গত মরশুমে খারাপ পারফরম্যান্স সত্ত্বেও, গত বারে দলের কোচ রিকি পন্টিং, মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়দের রেখে দিচ্ছে দিল্লি। তাঁদের চাকরি যে যাচ্ছে না, তা স্পষ্ট করে দিয়েছে ডিসি। পাশাপাশি দলের কোচিং স্টাফে প্রাক্তন ভারতীয় পেসার অজিত আগরকরের গুরুত্ব যে আরও বাড়তে চলেছে, তা জানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিরাটই তো হাত টেনে ধরেছিল- IPL-এর বিতর্কিত ঝামেলার সব দায় কোহলির উপর চাপালেন নবীন-উল-হক
দিল্লি ক্যাপিটালস সৌরভ এবং পন্টিংকে বহাল রাখার পাশাপাশি তাদের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন করছে। যা খবর, তাতে করে বেশ কিছু সাপোর্ট স্টাফের চাকরি যেতে চলেছে। কাটছাঁট করে ছোট করা হচ্ছে কোচিং স্টাফদের। সূত্রের খবর অনুযায়ী, ১৬তম মরশুমে দলের সহকারী কোচ থাকা বিশ্বকাপজয়ী অজি অলরাউন্ডার শেন ওয়াটসন এবং ফাস্ট বোলিং কোচ জেমস হোপসকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দিল্লি ফ্র্যাঞ্চাইজির যৌথ মালিক পার্থ জিন্দাল এক টুইটে লিখেছেন, ‘দিল্লি ক্যাপিটালসের আগামী মরশুমের প্রস্তুতি শুরু হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রিকি পন্টিংকে রেখেই এই প্রস্তুতি শুরু হল। আমি এবং কিরন (গান্ধী, আর এক মালিক) সমর্থকদের আশ্বস্ত করে বলতে চাই, দিল্লি দল যে জায়গায় ছিল পারফরম্যান্সের নিরিখে আমরা দলকে সেই জায়গায় ফের নিয়ে যেতে চাই। আমাদের ফ্র্যাঞ্চাইজিকে আমরা শীর্ষে নিয়ে যেতে বদ্ধপরিকর।’
আরও পড়ুন: দলীপের পঞ্চিমাঞ্চলের দলে রুতু, যশস্বী, বাদ পড়লেন তুষার দেশপাণ্ডে, উত্তরাঞ্চলের টিমে নেই যশ ধুল
সূত্রের খবর, গত দুই বছর ধরে দলের সহকারী কোচ থাকা অজিত আগরকরকে আরও বড় দায়িত্ব দেওয়া হচ্ছে। দল তৈরিতে প্রবীন আমরেকেও আরও বড় দায়িত্ব দেওয়া হচ্ছে আগরকরের পাশাপাশি। টাইমস অফ ইন্ডিয়াকে দলের এক সূত্র জানিয়েছেন, ‘আমরা ওয়াটসন এবং হোপসকে আগামী মরশুমে রাখব না। দলের কোচিং স্টাফের বহর ছোট করাই আমাদের লক্ষ্য। ২০১৫ সাল থেকে শুরু করে এই ফ্র্যাঞ্চাইজিকে একটা নবীন ক্রিকেটারদের কোর গ্রুপ তৈরিতে সাহায্য করেছে আমরে। ওকে স্বাধীনতা দেওয়া হবে দলকে ঢেলে সাজাতে। ২০১৯ এবং ২০২২ সালে দিল্লি ভালো ফল করেছিল। দুই ক্ষেত্রেই ফ্র্যাঞ্চাইজির ‘কমন ফ্যাক্টর’ ছিল পন্টিং এবং আমরে।’
For all the latest Sports News Click Here