ফের পাখি-অরণ্যর ঝামেলা? ‘মধুমিতার সঙ্গে কবে সিনেমা করবেন’ প্রশ্নে অবাক জবাব যশের
‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে একসঙ্গে দেখা গিয়েছিল যশ আর মধুমিতাকে। অরণ্য আর পাখি হিসেবে একসময় তাঁদের নিয়ে কত মাতামাতি না হত। তবে ধারাবাহিক শেষ হওয়ার আগে থেকেই রিয়েল লাইফে দূরত্ব এসেছিল যশ আর মধুমিতার মধ্যে। যশ-মধুমিতার ইগোর লড়াই বা ঝগড়ার গুঞ্জন সেই সময় ঘুরত সোশ্যাল মিডিয়াতে।
বছর পাঁচেক পর ২০২১ সালে হইচই থেকে আসে ‘যশমিতা’ জুটির ‘ও মন রে’। মিউজিক ভিডিয়োটি মুক্তির সঙ্গে সঙ্গেই হিট করে গিয়েছিল। সম্প্রতি ইনস্টাগ্রামে QNA (Question and Answer Round) সেশন করেছিলেন যশ। সেখানে অনুরাগীদের কাছ থেকে আসা একাধিক প্রশ্নের জবাব দেন। যার মধ্যে একটি ছিল, ‘যশ তোমাকে আর মধুমিতাকে সিনেমায় দেখতে চাই প্লিজ।’ আরও পড়ুন: ‘মোটেও আমাকে সরিয়ে দেবচন্দ্রিমাকে নেওয়া হয়নি’, জিতের ব্যুমেরাং নিয়ে সৌমিতৃষা
আর এর জবাবে যশ লিখলেন, ‘আমি আরও একটু বড় অভিনেতা হয়ে যাই তারপর করব।’ যশের এই জবাবই বুঝিয়ে দিল মধুমিতার সঙ্গে তাঁর ঠান্ডা লড়াই এখনও চলছে। মিউজিক ভিডিয়ো মুক্তির আগে এক সাক্ষাত্কারে মধুমিতার সঙ্গে মনোমালিন্য নিয়ে মুখ খুলেছেন যশ। ঝগড়া নয়, তবে মতোপার্থক্য ছিল দুজনের এমনটা জানিয়েছেন ছোটপর্দার অরণ্য সিং রায়। আরও পড়ুন: ‘ভালো জিনিস…!’, পরকীয়া না থাকার অপরাধেই বন্ধ মেয়েবেলা? শেষ দিনে সরব পরিচালক
যশ জানিয়েছিলেন, ‘ধারাবাহিকে ১৭-১৮ ঘন্টা ধরে শ্যুটিং করতাম আমরা। টেলিভিশনে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক খারাপ হয়ে যায়। ঠিকমতো ঘুম হতো না, এমনিতেই বিরক্ত লাগে। মধুমিতার সঙ্গে আমার বিরাট কোনও সমস্যা ছিল তা নয়, কোনওদিন শ্যুটিং ফ্লোরে মুখোমুখি আমাদের কোনও ঝামেলা হয়নি। তবে হ্যাঁ, এটা ঠিক আমরা কোনওদিনই ভালো বন্ধু ছিলাম না। কিন্তু বন্ধুত্ব না থাকলে যে কাজ করা যায় না তেমনটা নয়’।
২০১৬ সালে মিমির হাত ধরে ‘গ্যাংস্টার’ দিয়ে যশ পা রাখেন টলিউডে। খুব জলদিই বলি ডেবিউ করবেন অভিনেতা। তাঁকে দেখা যাবে ইয়ারিয়াঁ ২-তে, দিব্যা খোসলা কুমারের বিপরীতে। অন্য দিকে, মধুমিতার ডেবিউ সিনেমা ২০২০ সালের লাভ আজ কাল পরশু। আপাতত তাঁর হাতে রয়েছে চিনি ২, যত কাণ্ড কলকাতায় আর দিলখুশ। শেষ সিনেমা ছিল কুলের আচার। বড় পর্দার পাশাপাশি অভিনেত্রী চুটিয়ে কাজ করছেন ওয়েব সিরিজেও।
For all the latest entertainment News Click Here