আগামী মাসেই ছোট পর্দায় চাঁদের হাট! একাধিক সিরিয়াল নিয়ে আসছেন রেজওয়ান-কৌশিকরা
ছোট পর্দায় এখন সিরিয়াল আসা যাওয়ার ধুম পড়েছে। নতুন নতুন সিরিয়াল ৩-৪ মাসেই শেষ হয়ে যাচ্ছে। অন্যান্য বারের মতো এবারেও আইপিএলের পর একগুচ্ছ নতুন সিরিয়াল আসছে বিভিন্ন চ্যানেলে। টলিউডের অন্দরের খবর আগামী কয়েক মাসেই থামবে একাধিক সিরিয়ালের পথ চলা। শোনা যাচ্ছে টিআরপি তালিকায় সেরা ১০ -এ জায়গা করে নেওয়া ‘হরগৌরী পাইস হোটেল’ থেকে ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকও পর্যন্ত শেষ হয়ে যাবে।
সূত্রের খবর অনুযায়ী এক দুমাসেই শেষ হবে ‘হরগৌরী পাইস হোটেল’। এই চ্যানেলের জন্য আবার যিশু সেনগুপ্তর প্রোডাকশন হাউজ নতুন সিরিয়ালের প্রিপ্রোডাকশনের কাজ শুরু করেছে। অর্থাৎ সেই সিরিয়াল পর্দায় আসতে বেশিদিন নেবে না। কানাঘুষোয় শোনা যাচ্ছে কৌশিক রায় এই সিরিয়ালের হাত ধরে আবার ছোট পর্দায় আসবেন। তাঁর সঙ্গে দেখা যেতে পারে চারজন অভিনেত্রীকে। থাকতে পারেন নয়নিকা সরকার, মৌমিতা সরকার, অনন্যা দাস। এই তিন নায়িকা সহ আরও অনেকেরই লুক টেস্ট হয়ে গিয়েছে এই ধারাবাহিকের জন্য। চ্যানেলের তরফে এই ধারাবাহিকে নতুন মুখ রাখতে বলা হয়েছে। সেটার খোঁজ চলছে এখন। অন্যদিকে ‘সন্ধ্যাতারা’র সম্প্রচার সদ্যই শুরু হয়েছে। এই সিরিয়াল শুরু হতেই মিসিং স্ক্রু প্রোডাকশন হাউজ অর্থাৎ সাহানা দত্তের এই প্রযোজনা সংস্থাও নতুন সিরিয়াল নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছেন। লুক টেস্ট চলছে সেই সিরিয়ালের।
রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউজের তরফেও এর মধ্যেও নতুন সিরিয়াল নিয়ে আসা হবে। ‘গোধূলি আলাপ’ শেষ হওয়ার পর এটার তরফেও একটি সিরিয়াল এর মধ্যেই আসতে পারে।
কেবল স্টার জলসা নয়, অন্যদিকে জি বাংলার একাধিক সিরিয়ালেও কোপ পড়বে। থামতে পারে ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকের পথ চলা। এছাড়া ‘মুকুট’, ‘সোহাগ জল’, ‘ইচ্ছে পুতুল’ তো টিআরপির খেলায় হালে পানি পাচ্ছে বা। ফলে এদের আয়ু যে বেশিদিন নয় সেটাও স্পষ্ট। ইতিমধ্যেই ইচ্ছে পুতুলের পরিচালককে সরিয়ে দেওয়া হয়েছে। শুভাশিস মণ্ডল এখন এই চ্যানেলের নতুন সিরিয়াল ‘কার কাছে মনের কথা কই’য়ের দায়িত্ব সামলাবেন।
এছাড়া অন্যান্য চ্যানেলে ম্যাজিক মোমেন্টস এবং সুরিন্দর ফিল্মসের দুটি ধারাবাহিক আসার কথা। যদিও এই একটি ধারাবাহিকের কাজও জুলাইয়ের আগে শুরু হবে না।
For all the latest entertainment News Click Here