জায়গা হল না স্যামসনের, WI সফরের জন্য ভাজ্জির T20I দলে রিঙ্কু-তিলক
আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারতীয় দল। সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার পাশাপাশি তিন ম্যাচের ওডিআই এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আর এই সিরিজে ভারতীয় বোর্ড চাইছে সিনিয়রদের বিশ্রাম দিয়ে নতুনদের নিয়ে টি-টোয়েন্টি দল গঠন করতে। তাই এই সফরে স্বাভাবিকভাবেই টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে। বিশেষজ্ঞ মহল সেটাই মনে করছেন। ভারতীয় নির্বাচকরা এখনও দল ঘোষণা করেননি। তবে প্রাক্তন ভারতীয় তারকা স্পিনার হরভজন সিং নিজের মতো করে ভারতীয় টি-টোয়েন্টি দল নির্বাচন করলেন।
প্রাক্তন এই স্পিনার ক্যারিয়ানদের বিরুদ্ধে নিজের টি-টোয়েন্টি দলের অধিনায়ক রেখেছেন হার্দিক পান্ডিয়াকে। তবে উল্লেখযোগ্য বিষয় হল, ভাজ্জি যে দল সাজিয়েছেন তাতে জায়গা পেয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুর্দান্ত খেলা আকাশ মাধওয়াল। যা দেখে অনেকেই চমকে গিয়েছে।
আকাশ মাধওয়াল ছাড়াও ভাজ্জির দলে জায়গা পেয়েছেন শুভমন গিল, ইশান কিষাণ, যশস্বী জয়শওয়াল ও রুতুরাজ গায়কোয়াড় ওপেনার হিসেবে রেখেছেন তাঁর দলে। পাশাপাশি হরভজনের দলে জায়গা পেয়েছেন সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং এবং তিলক বর্মা। এই তিনজন ক্রিকেটারই এই মরশুমে আইপিএলে তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য নজর কেড়েছেন।
সূর্যকুমার যাদব টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটার। তাই স্বাভাবিকভাবেই তিনি ভাজ্জির দলে জায়গা করে নিয়েছেন। হরভজন উইকেট রক্ষক হিসেবে বেছে নিয়েছেন জিতেশ শর্মাকে। স্পিনার দলে নিয়েছেন অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল ও রবি বিষ্ণোইকে। জোরে বোলারদের মধ্যে দলে রেখেছেন আর্শদ্বীপ ও হর্ষিত রানা এবং এই বছর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অসাধারণ পারফরম্যান্স করা আকাশ মাধওয়ালকে।
হার্দিক পান্ডিয়ার টি-টোয়েন্টি দলের ঘোষিত অধিনায়ক না হলেও জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচে অধিনায়ক হিসেবে তিনি সাফল্য পেয়েছেন। এছাড়াও আইপিএলের দল গুজরাট টাইটানসকে পর পর দুইবার ফাইনালে তুলেছেন। তার মধ্যে ২০২২ সালের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে টাইটানস। যার ফলে হার্দিককেই অধিনায়ক হিসেবে ভাবছেন সকলে।
ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজে দুটি ম্যাচের টেস্ট সিরিজ। পাঁচটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং তিনটি ম্যাচের একদিনের সিরিজ খেলবে। আগামী মাসের শুরু হতে চলা এই সফরে এখনও পর্যন্ত কোনও ফরম্যাটের জন্যই দল ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এটা নিশ্চিত যে টেস্ট এবং একদিনের সিরিজে অধিনায়ক হিসেবে থাকছেন রোহিত শর্মা। দলের সিনিয়র ক্রিকেটাররাও এই দুই সিরিজে থাকবেন। ওয়েস্ট ইন্ডিজ সফরকে অনেকটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কারণ এর পরই অক্টোবর মাসে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। এই ক্যারিবিয়ান সফরে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবে নির্বাচক কমিটি।
For all the latest Sports News Click Here