শাকিব আর চান না, তবু নাছোড়বান্দা বুবলী বলছেন, ‘আমি ওঁর সঙ্গেই সংসার করতে চাই…’
অপু বিশ্বাসের পর বুবলী। প্রেম করেই একসময় বিয়ে করেছিলেন শাকিব ও বুবলী, তবে সেটা হয়েছিল লুকিয়ে। সালটা ছিল ২০১৮, আর দিনটা ২০ জুলাই। এরপরে ২০২০-র মার্চে জন্ম হয় শাকিব-বুবলীর ছেলে শেহজাদ খান বীরের। সেকথাও গোপনই ছিল। গত বছর হঠাৎই শাকিব খানের সঙ্গে বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আনেন বুবলী। আর সেই ঘটনার কয়েক মাসের মধ্যে বুবলীর সঙ্গে বিয়েকেই অবৈধ বলে ঘোষণা করেন শাকিব। অপু, বুবলী দুজনেই অতীত বলে জানিয়ে দেন বাংলাদেশের সুপারস্টার। চলে দোষারোপ, পাল্টা দোষারোপের পালা।
এখানেই শেষ নয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব বলেন, ‘আমি বুবলীর সঙ্গে আর কোনো ছবিতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। আমার সঙ্গে অনস্ক্রিন-অফস্ক্রিন আর কোথাও দেখা যাবে না বুবলীকে।’ শাকিবের এই মন্তব্যের পরে বুবলী অবশ্য এতদিন প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। এবার মুখ খুললেন শবনম বুবলী।
শাকিব খানকে নিয়ে ঠিক কী বলেছেন শবনম বুবলী?
বুবলী বলেন, ‘শাকিবের সঙ্গে সংসার টিকিয়ে রাখতে আমি আমার তরফে ১০০ শতাংশ চেষ্টা করেছি। এক্ষেত্রে শাকিবের পছন্দকেই সর্বদা প্রাধান্য দিয়েছি। শাকিব যেমনটা বলেছে, ফিল্ম ছেড়ে দিয়ে কিংবা ফিল্ম করে, চাকরি করে বা না করে, ১০০ শতাংশ সংসারে মন দিয়ে, সবটাই করেছি। ও যখন যেমন চেয়েছে শান্তি বজায় রাখতে সেটাই করেছি।’
আরও পড়ুন-আদৃত আমার গালে চুমু খাচ্ছে, এমন ছবিও বানানো হয়েছে, খুব রাগ হয়েছিল: সৌমিতৃষা
আরও পড়ুন-‘আমি কৃষ্ণ ভক্ত, পুজো আমায় শান্তি দেয়’, বলছেন ‘মিঠাই’ সৌমিতৃষা
বুবলী আরও বলেন, ‘আপনাকে যে সম্মান করবেন, আপনি তাঁকেই সম্মান করবেন। সেটাই স্বাভাবিক। তবে শাকিব আমাকে কখনও অসম্মান করলেও আমি ওকে কখনওই অসম্মান করব না। কারণ দোষ আমার নয়। আর মানসিকভাবে শাকিব কোনও সিদ্ধান্ত নিতে চাইলে নিতেই পারে। তার অর্থ এই নয় যে আমাকে অপমান করতে, অপদস্ত করতে সিদ্ধান্ত নিতে হবে।’
সব শেষে বুবলী বলেন, ‘অনেক অসম্মানিত হওয়ার পরও ওর (শাকিব) প্রতি আমার সম্মান আছে ও থাকবে। আমি আমার হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছি, করব। ব্যক্তিগত জীবনে আমি ভীষণ ঘরকুনো, আর সেটা যখন আমার ঘর ছিল, আমি সেটা বাঁচাতেই চেয়েছি।’
For all the latest entertainment News Click Here