অখ্যাত আইরিশ ক্রিকেটারের কাছে হেরে গেলেন বাবর, ICC-র POTM পুরস্কার জিতলেন হ্যারি
হেরে গেলেন বাবর আজম। পাত্তা পেলেন না নাজমুল হোসেন শান্ত। পাকিস্তান ও বাংলাদেশের দুই হেভিওয়েট তারকাকে টেক্কা দিয়ে আইসিসির মে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর। প্রথম আইরিশ ক্রিকেটার হিসেবে ঐতিহ্যশালী এই খেতাব হাতে তুললেন তিনি।
মেয়েদের বিভাগে মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হন থাইল্যান্ডের ১৯ বছর বয়সি তারকা থিপতচা পুত্থাওং। উল্লেখযোগ্য বিষয় হল, মেয়েদের বিভাগে এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন থাইল্যান্ডের নারুয়েমল চাইওয়াই। সুতরাং, টানা দু’মাস আইসিসির প্লেয়ার অফ দ্য মনথের পুরস্কার গেল থাইল্যান্ডে।
ছেলেদের বিভাগে মে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীত তিন ক্রিকেটারের মধ্যে এগিয়ে ছিলেন বাবর আজম। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দেন পাক দলনায়ক। তিনি সিরিজের প্রথম ওয়ান ডে ম্য়াচে হাফ-সেঞ্চুরি করেন। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে করেন শতরান। তাঁর ৫৪ ও ১০৭ রানের ২টি ইনিংসই তাঁকে মে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারের দৌড়ে সামনের সারিতে এনে ফেলে।
আরও পড়ুন:- WTC ফাইনালে ৫ দিন ঘাম ঝরিয়ে এক টাকাও পাবেন না রোহিতরা, ক্রিকেটারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ঘোড়ার ডিম, কেন জানেন?
তবে টেক্টর মে মাসে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে যথাক্রমে অপরাজিত ২১, ১৪০ ও ৪৫ রানের অনবদ্য ইনিংস খেলেন। তিনটি ম্যাচেই ব্যাট হাতে ধারাবাহিকতা দেখিয়ে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নেন আইরিশ তারকা।
বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত আয়ারল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে দুর্দান্ত তিনটি ইনিংস উপহার দেন। তিনি তিনটি ওয়ান ডে ম্যাচে যথাক্রমে ৪৪, ১১৭ ও ৩৫ রান করেন। তবে ২৩ বছর বয়সি টেক্টর চাপের মুখে দলের ইনিংসকে নির্ভরতা দেন। সম্ভবত সেকারণেই তাঁর দিকে ভোট যায় বেশি।
আরও পড়ুন:- পাক্কা ১ মাস কোনও খেলা নেই ভারতের, বিশ্রাম কাটিয়ে এবছর রোহিতরা কোন কোন টুর্নামেন্ট খেলবেন, দেখে নিন সূচি
হ্যারি টেক্টর এখনও পর্যন্ত আয়ারল্যান্ডের হয়ে ৪টি টেস্ট, ৩২টি ওয়ান ডে ও ৫৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ৩৩৬, ওয়ান ডে ক্রিকেটে ১২৮০ ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৯৬৯ রান সংগ্রহ করেছেন তিনি। তিন ফর্ম্যাট মিলিয়ে হ্যারি ৪টি সেঞ্চুরি ও ১৫টি হাফ-সেঞ্চুরি করেছেন। ওয়ান ডে ক্রিকেটে ২টি ও ইন্টারন্যাশনাল টি-২০ ক্রিকেটে ৭টি উইকেট রয়েছে হ্যারির ঝুলিতে।
ডানহাতি এই ব্যাটার অল-রাউন্ডারের লিস্ট-এ ক্রিকেটের রেকর্ড রীতিমতো ঝকঝকে। ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে তিনি ৭৬টি ৫০ ওভারের ম্যাচে ৪৩.৩২ গড়ে ২৫৫৬ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৫টি, যার মধ্যে ৪টি সেঞ্চুরি করেছেন দেশের জার্সিতে। লিস্ট-এ ক্রিকেটে ১৭টি অর্ধশতরান রয়েছেন তাঁর। ডানহাতি অফ-স্পিন বোলিংয়ে এই ফর্ম্যাটে ২০টি উইকেট নিয়েছেন হ্যারি।
For all the latest Sports News Click Here