কোচ পালটাচ্ছে, বাজে মরশুমের জেরে ৬ ফুটবলারকেও ছাড়ল চেন্নাইয়িন এফসি
বিশ্ব ফুটবলের সঙ্গে সঙ্গেই ভারতীয় ফুটবলে শুরু হয়েছে রদ বদলের পালা। খুলে গিয়েছে ট্রান্সফার উইন্ডো। নতুন মরশুমের জন্য নিজেদের সেরা দল তৈরি করে নিচ্ছে আইএসএল-এর দলগুলি। সেরা দল তৈরি করার লক্ষ্যে একসঙ্গে অনেক পুরনো প্লেয়ার ছাড়তেও দ্বিধাবোধ করছে না ফ্র্যাঞ্চাইজিগুলি। এর আগে ইস্টবেঙ্গল, মোহনবাগান এসজি নতুন প্লেয়ারদের সই করিয়েছে। ছেড়েছে অনেক পুরনো খেলোয়াড়দের। এবার সেই দলে যোগ দিল চেন্নাইয়িন এফসি। দক্ষিণ ভারতের এই দলটি একসঙ্গে ৬ ফুটবলারকে বিদায় জানিয়েছে।
গত মরশুম একেবারেই ভালো কাটেনি চেন্নাইয়িন এফসির জন্য। আইএসএলের ১০দলীয় টুর্নামেন্টের অষ্টম স্থানে মরশুম শেষ করে তারা। যা নিয়ে রীতিমতো ফুটবলারদের ওপর ক্ষুদ্ধ হয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। সেই ফলস্বরূপ একসঙ্গে ছয় জন ফুটবলারকে আগামী মরশুমের জন্য দলে রাখতে চায়নি। দক্ষিণ ভারতের এই দলটি যাদের ছেড়ে দিল তারা হলেন নাসের আল-খায়াতি, জুলিয়াস ডুকার, ওয়াফা হাখামনেশি, ফালৌ ডিয়ানে, কোয়ামে কারিকারি এবং পেটার স্লিসকোভিচ।
এদের মধ্যে রয়েছেন তিনজন ফরোয়ার্ড। দু’জন ডিফেন্ডার ও একজন মিডফিল্ডার। জুলিয়াস ডুকার, কোয়ামে কারিকারি এবং পেটার স্লিসকোভিচ ফরোয়ার্ড হিসাবে নিজেদের নাম লিখেছিলেন চেন্নাই দলে। ওয়াফা হাখামনেশি ও ফালৌ ডিয়ানে ছিলেন ডিফেন্ডার হিসেবে। এবং একজন মিডফিল্ডার যাকে চেন্নাই ছেড়ে দিয়েছে তিনি হলেন নাসের আল-খায়াতি। এই ৬ ফুটবলারকে ছাড়ার কথা সরকারিভাবে ঘোষণা করেছে চেন্নাইয়িন এফসি। তবে তাদের পরিবর্তে দলে কাদের নেওয়া হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করেনি তারা।
দলের ফুটবলারদের ছাড়ার পাশাপাশি প্রধান কোচেরও পরিবর্তন করেছে এই দল। চেন্নাইয়িন এফসি তাদের প্রধান কোচ টমাস ব্রডারিকের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত সরকারি ভাবে ঘোষণা করেছে। গত চার বছরে এই নিয়ে পাঁচবার কোচ বদল করল তারা। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে, ‘থমাস আপনার মূল্যবান অবদান এবং স্মৃতির জন্য অনেক ধন্যবাদ।’ পুরনো কোচের বিদায় ঘন্টা বাজালেও নতুন কে দায়িত্ব নিতে চলেছেন সেই বিষয়ে কিছু খোসলা করা হয়নি। তবে ফুটবলার এবং কোচ বদল দেখে বড় পরিবর্তনের বিষয়ে আঁচ করাই যায়। এখন এটাই দেখার আগামী মরশুমে কেমন ভাবে ঝাঁপায় চেন্নাইয়িন এফসি।
For all the latest Sports News Click Here