আন্তর্জাতিক ক্রিকেটে স্মিথকে সর্বাধিক বার আউটের তালিকায় দ্বিতীয় স্থানে জাদেজা
শুভব্রত মুখার্জি: ওভালে ডব্লুটিসি ফাইনালে ইতিমধ্যেই হয়ে গিয়েছে তিন দিনের খেলা। প্রথম দুই দিন একেবারে ব্যাকফুটে ছিল ভারতীয় দল। তৃতীয় দিনে কিছুটা হলেও কামব্যাক করেছে তারা। যদিও এখনও ম্যাচে অ্যাডভান্টেজে রয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে অজিরা এগিয়ে রয়েছে ২৯৬ রানে। তাদের হাতে রয়েছে ৬টি উইকেট। ভারতকে ম্যাচে ফেরানোর অন্যতম কারিগর রবীন্দ্র জাদেজা। তৃতীয় দিন তিনি দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন। যার মধ্যে রয়েছে স্টিভ স্মিথের উইকেটও। আন্তর্জাতিক ক্রিকেটে কার্যত স্মিথের ‘নেমেসিস’ হয়ে উঠছেন রবীন্দ্র জাদেজা।
আরও পড়ুন… এরকম ভাবে কামব্যাক করা খুব শক্ত-নিজের অভিজ্ঞতার কথা মনে করেই কি রাহানের প্রশংসায় পঞ্চমুখ হলেন সৌরভ
এ দিন স্টিভ স্মিথের উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই টেস্ট ক্রিকেট সহ আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে সর্বাধিক আউট করা বোলারদের তালিকায় ঢুকে গেলেন তিনি। টেস্টে সবথেকে বেশিবার স্টুয়ার্ট ব্রডের বলে আউট হয়েছেন স্মিথ। নয়বার তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছেন স্ট্রুয়ার্ট ব্রড। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা। তিনি আটবার লাল বলের ক্রিকেটে স্মিথকে সাজঘরে ফিরিয়েছেন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আরেক ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। যিনি আটবার স্মিথকে আউট করেছেন। চার নম্বরে থাকা জেমস অ্যান্ডারসনও আটবার আউট করেছেন স্মিথকে।
আরও পড়ুন… WTC Final 2023: প্রথম দিন পিচ প্রস্তুত ছিল না! বোমা ফাটালেন শার্দুল
তবে শুধু টেস্ট ফর্ম্যাটেই নয় আন্তর্জাতিক ক্রিকেটের বাকি ফর্ম্যাট (ওয়ানডে এবং টি-২০) মিলিয়েও স্মিথের ‘নেমেসিস’ হয়ে উঠেছেন রবীন্দ্র জাদেজা। সমস্ত ফর্ম্যাট মিলিয়ে স্টুয়ার্ট ব্রড সবথেকে বেশিবার স্মিথকে আউট করার নজির গড়েছেন। ১২ বার স্মিথকে সাজঘরে পাঠিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা জাদেজা ১০ বার এবং তৃতীয় স্থানে থাকা জেমস অ্যান্ডারসন ৯ বার তাঁকে আউট করেছেন। ডব্লুটিসি ফাইনালের প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে ১২১ রান করেন স্টিভ স্মিথ। দ্বিতীয় ইনিংসে ৪৭ বলে ৩৪ রান করে আউট হয়েছেন তিনি। আউট হয়ে যাওয়ার আগে মেরেছেন তিনটি চার। জাদেজাকে মারতে গিয়ে এদিন শার্দুল ঠাকুরের হাতে তালুবন্দি হন তিনি। অজিদের দ্বিতীয় ইনিংসে ৮৬ রানের মাথায় আউট হন স্মিথ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here