হাসপাতাল নোংরা, পানীয় জল নেই, অভিযোগ মিমির কাছে! জবাব এল, ‘আমরা দ্বিতীয় হয়েছি…’
ভাঙড়ের নলমুড়ি ব্লক হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন অভিনেত্রী, তৃণমূলের সাংসদ মিমি চক্রবর্তী মাস ছয়েক আগে। তারপর থেকে একবারই এসেছিলেন পরিদর্শনে। বুধবার বুধবার রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগ দিতে হাসপাতালে যান তিনি। সেই হিসেবে গত ৬ মাসে এই নিয়ে দ্বিতীয়বার তিনি এলেন নলমুড়ি ব্লক হাসপাতালে। আর মিমিকে সামনে পেয়েই তাঁর সামনে অভাব, অভিযোগ, ক্ষোভের ঝুলি খুলে বসেন স্থানীয়রা।
বৈঠক শেষে মিমি যখন বাইরে আসেন তখন স্থানীয় বাসিন্দারা তাঁর সামনে হাসপাতালের রোগী পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দেন। পর্যাপ্ত চিকিৎসক না থাকা, পানীয় জলের অভাব, হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, রাতে আলোর অভাব নিয়ে একগুচ্ছ অভিযোগ জমা পড়ে এদিন মিমির কাছে। আরও পড়ুন: বিতর্ককে বুড়ো আঙুল! লাফিয়ে বাড়ল ‘মেয়েবেলা’র টিআরপি, বন্ধ হবে না স্লট বদল?
মিমি চক্রবর্তী মিটিং শেষে গাড়িতে ওঠার আগে যখন সাধারণ মানুষের উদ্দেশে হাত নাড়ছিলেন, তখন সুরজ মোল্লা নামে এক স্থানীয় বাসিন্দা এসে জানান তিনি হাসপাতালের সমস্যা প্রসঙ্গে জানাতে চান মিমিকে। এরপর এগিয়ে গিয়ে সকলের যাবতীয় অভিযোগ শোনেন মিমি। স্থানীয়রা জানান, হাসপাতালে পর্যাপ্ত জলের সমস্যা রয়েছে। হাসপাতাল চত্বর নিয়মিত পরিষ্কার করাও হয় না। জ্বলে না আলোও ঠিকঠাকভাবে। সঙ্গে রোগী রেফারের দিকেও মিমির আকর্ষণ টানেন তাঁরা। আরও পড়ুন: দিদি নম্বর ১-এর সেটে ‘মিঠাই’-এর ‘তোর্সা’ তন্বীর গায়ে পড়ল টিকটিকি! এরপর যা হল…
এরপর সবকিছু খতিয়ে দেখার আশ্বাস দেন সাংসদ। যদিও মিমি এই প্রসঙ্গে জানান, ‘পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে নলমুড়ি হাসপাতাল রাজ্যে দ্বিতীয়। আমরা অ্যাওয়ার্ডও পেয়েছি। তবে কথা দিলাম রাজ্যের মধ্যে প্রথম হব।’ সঙ্গে জানান, অপারেশন থিয়েটারে এসি মেশিন বসানোরও ব্যবস্থা করা হবে খুব জলদি। প্রসঙ্গত, এদিন ১০ জন টিবি রোগীকে দত্তক নেন অভিনেত্রী।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here