জাতীয় দলের পাশে দাঁড়াতে প্রস্তুত, অ্যাসেজেই অবসর ভেঙে ফিরতে পারেন মইন- রিপোর্ট
বিপদে পড়ে অবসর নেওয়া তারকার শরণাপন্ন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। জাতীয় দলের প্রয়োজনের সময় অবসর ভেঙে ফের টেস্ট জার্সি গায়ে তোলার কথা বিবেচনা করছেন চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলা তারকা স্পিনার অল-রাউন্ডার। ইসিবির প্রস্তাব অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছেন মইন আলি, এমনটাই খবর The Cricketer-এর।
ইংল্যান্ডের তারকা স্পিনার সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলের হয়ে মাঠে নামেন। তবে তিনি টেস্ট ক্রিকেট খেলেন না। ২০২১ সালেই দেশের হয়ে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মইন। যদিও বেশ কিছুদিন ধরেই ব্রিটিশ ক্রিকেটমহলে এমন গুঞ্জন শোনা যাচ্ছে যে, অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরতে পারেন মইন।
যদিও এই মুহূর্তে মইন আলিকে সব থেকে বেশি করে দরকার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের। শিয়রে অ্যাসেজ সিরিজ। দল ঘোষণা করার পরে চোট পেয়ে ছিটকে গিয়েছেন স্কোয়াডের এক নম্বের স্পিনার জ্যাক লিচ। এই অবস্থায় ঘরের মাঠে অজিদের কাছে যাতে ল্যাজেগোবরে হতে না হয়, তাই মইনকে দলে চাইছে ইংল্যান্ড।
কোচ ব্রেন্ডন ম্যাকালামের জমানায় জ্যাক লিচই লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের সব থেকে ধারাবাহিক বোলার। শুধু উইকেট নেওয়ার নিরিখেই নয়, বরং সব থেকে বেশি বল করার নিরিখেও সাম্প্রতিক সময়ে সবার আগে তিনি। সুতরাং, টেস্টে লিচের ওয়ার্কলোড নেওয়ার ক্ষমতা প্রশ্নাতীত। টেস্টে ইংল্যান্ডের হাতে লিচের যতাযথ বিকল্প নেই মোটেও। রেহান আহমেদ, ম্যাচ পারকিনসনরা আর যাই হোন, অ্যাসেজের চাপ নেওয়ার জন্য প্রস্তুত নন এখনই।
এক্ষেত্রে মইন আলির অভিজ্ঞতা কাজে লাগতে পারে ইংল্যান্ডের। উল্লেখযোগ্য বিষয় হল, যে রকম ভয়ডরহীন ব্য়াটিং করেন মইন আলি, তা ম্যাকালামের জমানায় একেবারে আদর্শ। সেই কারণেই তাঁকে হাই-ভোল্টেজ অ্যাসেজ সিরিজে দলে চাইছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। যদিও ইসিবি অথবা মইন, কোনও পক্ষই সরকারিভাবে মুখ খোলেননি এই বিষয়ে। তবে The Cricketer-এর দাবি অনুযায়ী মইনের কাছে টেস্টে প্রস্তাব গিয়েছে ইসিবির তরফে এবং অভিজ্ঞ স্পিনার সেই প্রস্তাব গুরুত্বসহকারে বিবেচনা করছেন।
For all the latest Sports News Click Here