গিলের উপর নজর রাখে ওর বাবা, যাতে ফোকাস না নষ্ট হয়- জাফর
শুভমন গিলকে তাঁর বাবা যে ভাবে ক্রমাগত গাইড করেছেন সে জন্য প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর বেশ খুশি। আধুনিক যুগে খ্যাতির সঙ্গে আসা ‘বিক্ষেপ’ থেকে দূরে রাখার জন্য গিলের বাবাকে কৃতিত্ব দিয়েছেন জাফর। সচিন তেন্ডুলকরের বড় ভাই অজিতের সঙ্গে গিলের বাবার তুলনা করেছেন ওয়াসিম জাফর। তিনি যোগ করে বলেছেন যে পরিবারের মানুষরা কিংবদন্তীর ক্যারিয়ারে একই রকম সহায়ক ভূমিকা পালন করে থাকেন।
আরও পড়ুন… WTC final-এর আগে সেরা একাদশ গড়ল ক্রিকেট অস্ট্রেলিয়া, চমক ভারতীয়দের বাছাইয়ে
গত ১২ মাস ধরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন শুভমন গিল। যদিও তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বিভিন্ন ফর্ম্যাটে শতরান করেছেন, ডান-হাতি ব্যাটসম্যান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এও দক্ষতা দেখিয়েছেন। তিনি ১৭ ম্যাচে গড়ে ৮৯০ রান করে সদ্য সমাপ্ত আইপিএল মরশুম শেষ করেছেন গিল। ৫৯.৩৩ গড়ে ১৫৭.৮০ স্ট্রাইক রেট তিনটি শতরান এবং চারটি অর্ধশতক সহ। এমনকি যখন শুভমন গিল তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সমস্ত প্রশংসায় সিক্ত হয়েছেন। ওয়াসিম জাফর ব্যাটারের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য ক্রিকেটারের বাবার প্রশংসা করেছেন।
আরও পড়ুন… হাঁটুর সফল অস্ত্রোপচারের পরে ভক্তদের সামনে এলেন ধোনি, ভাইরাল হচ্ছে মাহির হাসি মুখের ছবি
গিলের বাবার কথা বলতে গিয়ে জাফর বলেন, ‘শুভমন গিলের ভালো করার একটা কারণ হল তার বাবা সবসময় তার সঙ্গে থাকেন। তিনি এমন কেউ যিনি লাগাম সামলাচ্ছেন। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে অনেক বিক্ষিপ্ততা রয়েছে। আমরা সচিন তেন্ডুলকরের সঙ্গেও এটা দেখেছি; তার দাদা সবসময় তার পাশে ছিল। যদিও, তিনি নিজেও মহান ছিলেন, তাঁর কাছে সর্বদা তাঁকে গাইড করার জন্য কেউ একজন ছিল।’ এরপরে জাফর আরও বলেন, ‘আধুনিক সময়ে, যেখানে অনেক বেশি বিভ্রান্তি রয়েছে, তখন এমন একজনের থাকা খুবই প্রয়োজনীয় যে আপনার উপর নজর রাখতে পারে এবং আপনাকে সঠিক এবং ভুল কী তা বলতে পারে। গিল খুব ভালো খেলোয়াড়, কিন্তু এটা তাঁর ভালো করার একটা কারণ।’
আরও পড়ুন… আন্তর্জাতিক ক্রিকেটের দাপট এক দশক আগে ঘুচিয়েছে IPL, এরপর হয়তো প্লেয়াররা দেশের জন্য খেলতে চাইবে না- কামিন্স
এদিকে গিলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াসিম আক্রম। স্পোর্টসকিডায় আক্রম বলেন, ‘আমি একজন বোলার হিসেবে কথা বলছি। আমি যখন গিলের মতো একজন খেলোয়াড়কে বল করব তখন কী করতে হবে সেটা আমি জানি। যদি আমাকে সনৎ জয়সুর্য ও কালুভিতরনাকে বল করতে হয়, তাহলে আমি জানি আমি একটা সুযোগ পাব। আমি তাঁকে আউট করতে পারি কারণ সে প্রতিটি বলেই আঘাত করে। কিন্তু সচিন বা গিল টাইপের খেলোয়াড়, আমি জানি তারা সঠিক ক্রিকেটিং শট মারবে। আমি বিশ্বাস করি বর্তমান যুগে গিলই একমাত্র খেলোয়াড় যে সব ফর্ম্যাটেই ধারাবাহিকভাবে রান করবে। বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ সুপারস্টার তিনি।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
গিলের বেসিক ঠিক আছে। জানি না আগের দল (কেকেআর) কীভাবে তাকে ছেড়ে দিয়েছে। তিনি গিলের সম্ভাবনা দেখেননি। তিনি বুঝতে পারেননি যে তিনি কেবল ফ্র্যাঞ্চাইজি নয়, টিম ইন্ডিয়ারও অধিনায়ক হতে পারেন গিল। কেকেআর অনুমান করতে পারেনি যে গিল ম্যাচ উইনার নয়, টুর্নামেন্ট জয়ী।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here