‘ক্ষতিপূরণের টাকা শেষ হয়ে যাবে তারপর?’ সরকারকে প্রশ্ন সোনুর
গত শুক্রবার বিকেলে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। মৃত্যু হয়েছে প্রায় ৩০০ জনের। আহত সহস্রাধিক। এই দুর্ঘটনার পর একাধিক টলি, বলি তারকারা শোকপ্রকাশ করেছেন। তবে সোনু সুদ বরাবরের মতোই এবারেও কেবল দুঃখপ্রকাশ করে থেমে থাকলেন না। বরং সরকারকে প্রশ্ন তুললেন। তিনি এদিন একটি ভিডিয়ো পোস্ট করেন এই দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের এবং যাঁরা গুরুতর আহত হয়েছেন তাঁদের পরিবারের কথা ভেবে।
তিনি এদিন তাঁর ভিডিয়োতে রাজনৈতিক দলগুলোকে দোষারোপের খেলা থামাতে বলেন। একই সঙ্গে সরকারকে এই ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সওয়াল করেন। তাঁর মতে ক্ষতিপূরণের টাকা দেওয়ার বদলে রিলিফ ফান্ড তৈরি করা উচিত যেখান থেকে এরম দুর্ঘটনার কবলে পড়া মানুষদের মাসিক ভাতা দেওয়া যাবে।
তিনি এদিন ভিডিয়োতে সাফ বলেন যে ‘ক্ষতিপূরণের টাকা পেলেও কতদিন চলবে? দুমাস, তিন মাস, পাঁচ মাস। তারপর? আমরাও সবাই দুদিন শোকপ্রকাশ করে, টুইট করে ভিকে যাব। কিন্তু যাঁরা বাঁচার জন্য অন্য শহরে যাচ্ছিলেন যাঁরা মারা গেলেন বা যাঁরা আজীবনের কাজ করার ক্ষমতা হারালেন তাঁদের, বা তাঁদের পরিবারের কী হবে? তাঁরা কি আর ঘুরে দাঁড়াতে পারবেন?’
তিনি তাঁর সরকারকে ক্ষতিপূরণের বদলে অন্য পথ বাৎলে দেন। তিনি বলেন, ‘ পেনশনের মতো করে এই পরিবারগুলোর জন্য একটা নির্দিষ্ট টাকা বরাদ্দ করে দেওয়া হোক সরকারের তরফে।’ কোনও ক্ষতিপূরণ এই ক্ষতির সমান হতে পারে না বলেও দাবি করেন তিনি।
এদিন পরিচালক বিবেক অগ্নিহোত্রী থেকে অভিনেতা সলমন খান, মনোজ বাজপেয়ী, করিনা কাপুর সহ বহু তারকা সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন। সংবাদসংস্থা ANI-এর একটি ভিডিয়ো টুইট করে পরিচালক বিবেক অগ্নিহোত্রী লিখেছেন, ‘দুঃখজনক এবং অত্যন্ত লজ্জাজনক। কীভাবে ৩টি ট্রেনের সংঘর্ষ হয়? কে দায় নেবে?’ মনোজ বাজপেয়ী টুইটারে লেখেন, ‘এত ভয়ঙ্কর! এত দুঃখজনক!’ সানি দেওল লেখেন, ‘ওড়িশার বালেশ্বরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার কথা জেনে ভীষণভাবে কষ্ট পেয়েছি। এই ট্রেন দুর্ঘটনায় যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’ পরিণীতি চোপড়া লেখেন, ‘ওড়িশার ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সবার জন্য আমি প্রার্থনা করছি। পরিবার, বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের পাশে দাঁড়াতে তাঁরা শক্ত হোন।’
For all the latest entertainment News Click Here