‘ঋত্বিকদা কি বিশেষ বন্ধু?’ ভক্তের প্রশ্নে কী উত্তর দিলেন শ্রীতমা
টলিউডের অন্দরের খবর ঋত্বিক মুখোপাধ্যায় এবং শ্রীতমা মিত্র নাকি প্রেম করছেন। ‘এই পথ যদি না শেষ হয়’ দিয়ে ঋত্বিকের পথচলা শুরু হলেও এখন তাঁকে ‘মন দিতে চাই’ ধারাবাহিকের মূল পুরুষ চরিত্র হিসেবে দেখা যাচ্ছে। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন শ্রীতমা মিত্রও। ‘মন দিতে চা’ই ধারাবাহিকে কাজ করতে গিয়ে কি তাঁরা একে অন্যকে মন দিয়ে বসলেন? তাঁদের সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে তেমনই অন্তত মনে হয়। এবার তাঁরাই আসছেন দিদির মঞ্চে। প্রশ্নে উত্তরে জমবে খেলা।
রবিবার ৪ জুন, ‘দিদি নম্বর ১’- এ আসছেন জি বাংলার বিভিন্ন ধারাবাহিকের তারকারা। এদিন জুটি বেঁধে খেলতে আসবেন ঋত্বিক মুখোপাধ্যায় এবং শ্রীতমা মিত্র। তাঁরা ‘মন দিতে চাই’ ধারাবাহিকের তরফে হয়ে খেলবেন। সদ্যই জি বাংলার তরফে ‘দিদি নম্বর ১’ -এর একটি প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে এই পর্বের। সেখানে দেখা যাচ্ছে দর্শকরা সেলেবদের প্রশ্ন করছেন।
এক ব্যক্তি এদিন শ্রীতমার উত্তরে বিশেষ প্রশ্ন ছুঁড়ে দেন। তিনি জিজ্ঞেস করেন, ‘শ্রীতমাদি ঋত্বিকদা নাকি তোমার বিশেষ বন্ধু? এটা সত্যি?’ প্রশ্ন শুনেই লজ্জায় লাল হয়ে যান ঋত্বিক। মুখে ফুটে ওঠে চওড়া হাসি। শ্রীতমাও বন্ধুর দিকে তাকিয়ে হাসতে শুরু করেন। যদিও কোনও উত্তর দিতে তাঁদের দেখা যায়নি। বরং রচনাই তাঁদের হয়ে উত্তরটা দিয়ে দেন। তিনি বলেন, ‘একটা জিনিস আমি বুঝে গিয়েছি। মন দিতে চাইতে মন দেওয়া নেওয়া চলছে।’ রচনার কথায় ফের হাসির ধুম পড়ে গোটা সেট জুড়ে।
টলিউড ইন্ডাস্ট্রির একটি প্রচলিত ধারণা আছে, যে যতই গোপনে যা খুশি করুক, ‘দিদি নম্বর ১’ -এর মঞ্চে এলে সব সত্যি ফাঁস হবেই! এবার কি তবে রবিবার, ৪ জুন একই জিনিস ঘটবে ঋত্বিক এবং শ্রীতমার সঙ্গে? সেই উত্তর তো এদিন রাত ৮.৩০ থেকেই মিলবে!
For all the latest entertainment News Click Here