‘ভয় কাটিয়ে ফেলো’, সত্যিই ৫ মাসেই শেষ হচ্ছে মেয়েবেলা? জবাব ‘মৌ’ স্বীকৃতির, ভিডিয়ো
মাত্র পাঁচ মাসেই নাকি বন্ধ হচ্ছে ‘মেয়েবেলা’, এমন গুঞ্জন মাথাচাড়া দিয়েছে টেলিপাড়ায়। ‘সন্ধ্যাতারা’র স্লট ঘোষণার পর সপ্তাহ ঘুরলেও ‘মেয়েবেলা’র নতুন স্লট বরাদ্দ করেনি স্টার জলসা, এর জেরেই আতঙ্কিত ভক্তরা। সাম্প্রতিক সময়ে মাত্র ২ মাস পুরোনো মেগাকেও বন্ধ করেছে চ্যানেল। সুতরাং ‘রূপা’হীন মেয়েবেলা বন্ধ হবে এই জল্পনা বেশ জোরালো।
১২ই জুন থেকে ‘মেয়েবেলা’র স্লটে দেখা যাবে ‘সন্ধ্যাতারা’। কিন্তু এখনই শেষ হচ্ছে না ‘মেয়েবেলা’ অনুরাগীদের আশ্বস্ত করে এমনটাই জানালেন সিরিয়ালের অন্যতম লিড স্বীকৃতি মজুমদার। শুক্রবার ছিল পর্দার মৌ-এর জন্মদিন। গোটা দিন শুভেচ্ছার বন্যায় ভেসেছেন স্বীকৃতি। রাতে ইনস্টাগ্রাম লাইভে আসেন তিনি। সেখানে সব ফ্যানের একটাই প্রশ্ন, ‘মেয়েবেলা কি শেষ হচ্ছে?’ স্বীকৃতি বলেন, ‘যতজন এখানে আছো, মেয়েবেলাকে ফলো করছো তাদের বলতে চাই মেয়েবেলা শেষ হয়ে যাচ্ছে না। টাইম স্লট চেঞ্জ হচ্ছে। আমি নিয়ে অনকে খবর দেখছি। তোমরা যারা যারা ভয়েতে ছিলে, তারা ভয়টা কাটিয়ে ফেল কারণ মেয়েবেলা শেষ হয়ে যাচ্ছে না’।
স্বীকৃতির এই বার্তা নিমেষেই ছড়িয়ে পড়ে। তবে আশ্চর্যের ব্য়াপার হল সেই ইনস্টাগ্রাম লাইভ নিজের টাইমলাইন থেকে শনিবারম মুছে দেন স্বীকৃতি। যার জেরে ফের ঘনাচ্ছে রহস্য। আসলে সূত্রের খবর ‘মেয়েবেলা’র নতুন স্লট নিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে চ্যানেলের বনিবনা হচ্ছে না। চলতি বছর জানুয়ারি মাসের শেষে শুরু হয়েছিল ‘মেয়েবেলা’। শুরু থেকেই টিআরপি তালিকায় সেভাবে প্রভাব ফেলতে পারেনি এই ধারাবাহিক। রূপা গঙ্গোপাধ্যায়ের কামব্যাক শো হিসাবে যতটা ফল আশা করেছিল চ্যানেল তার সিকিভাগও পূরণে সফল হয়নি ‘মেয়েবেলা’।
এই মুহূর্তে কাঙ্খিত কোনও স্লটই মেয়েবেল জন্য বরাদ্দ করতে পারবে না চ্যানেল। ‘গুড্ডি’ এখনই শেষ হচ্ছে না, ওদিকে ‘গাঁটছড়া’কে সন্ধ্যা ৭টা থেকে সরিয়ে ‘গোধূলি আলাপ’-এর স্লটে দেওয়া হয়েছে। সুতরাং ‘মেয়েবেলা’র জন্য বিকাল ৫টা বা রাত ১১টা (তাও এই স্লটে ডাবিং সিরিয়াল চলে) স্লট দিতে পারে চ্যানেল। কিংবা দুপুর ৩টের সময়ে দিয়ে ঝিলমিল-আবিরের সঙ্গে প্রতিযোগিতায় ভিড়িয়ে দিতে পারে।
গত মাসে এই শো থেকে সরে দাঁড়ান রূপা গঙ্গোপাধ্যায়। এই ধারাবাহিককে ‘রিগ্রেসিভ’ বলে কটাক্ষ করেন রূপা। জানান, ‘নোংরামি দেখানো হচ্ছে মেয়েবেলা’য়। রূপার পরিবর্ত হিসাবে বীথিকা মিত্রর চরিত্রে আপতত দেখা যাচ্ছে অনুশ্রী দাসকে। স্বীকৃতির কথায় চ্যানেলের তরফে স্বীকৃতি কখন আসে সেটাই দেখবার।
For all the latest entertainment News Click Here