শ্বেতার নেতৃত্বে ACC Emerging Women’s Asia Cup 2023-এ নামবেন বাংলার তিতাস সাধু
অল ইন্ডিয়া উইমেন্স সিলেকশন কমিটি শুক্রবার ভারতীয় মহিলা ‘এ’ দলের ঘোষণা করেছে। সেখানেই জায়গা পেয়েছেন বাংলার তিতাস সাধু। গতবারের অনূর্ধ্ব ১৯ মহিলাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারতের মহিলা দল। সেই দলেরই অংশ ছিলেন হুগলির চুঁচুড়ার মেয়ে। টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বাংলার তিতাস সাধু। মহিলাদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ৪ ওভারে মাত্র ৬ রান খরচ করে নিয়েছিলেন ২টি উইকেট।
আরও পড়ুন… ফ্যাফ থেকে রশিদ, দেখে নেওয়া যাক কোন বিদেশি তারকারা IPL 2023-এ সকলের মন জিতলেন
এই পারফরমেন্সের ফলে তিনি ফাইনাল ম্যাচের সেরাও হয়েছিলেন। এবার মহিলাদের ভারতীয় ‘এ’ দলে সুযোগ পেয়ে গেলেন হুগলির চুঁচুড়ার মেয়েটি। এবার এসিসি ইমার্জিং উইমেন্স এশিয়া কাপের ভারতীয় দলে ডাক পেলেন তিতা সাধু। এসিসি ইমার্জিং উইমেন্স এশিয়া কাপে ভারত তাদের অভিযান শুরু করতে চলেছে আগামী ১৩ জুন থেকে। প্রথম ম্যাচেই হংকংয়ের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন… জানেন কি IPL 2023 এর সস্তায় পুষ্টিকর ক্রিকেটার কারা! তালিকায় রয়েছেন KKR-এর এই দুই তারকা
ভারতীয় স্কোয়াডে যাঁরা যাঁরা জায়গা পেয়েছেন তাঁরা হলেন- শ্বেতা সেহরাওয়াত (ক্যাপ্টেন), সৌম্যা তিওয়ারি (ভাইস ক্যাপ্টেন), তৃষা গঙ্গাদি, মুসকান মালিক, শ্রেয়ঙ্কা পাটিল, কনিকা আহুজা, উমা ছেত্রী, মমতা মাদিওয়ালা, তিতাস সাধু, যশস্রী এস, কাসভী গৌতম, পার্শ্বাভী চোপড়া, মন্নত কাশ্যম, বি অনুশা।
তিতাসের এই সাফল্যের পরে তাঁর শৈশবের কোচ প্রিয়ঙ্কর বলেছিলেন, ‘ও ভীষণ পরিশ্রমী। পড়াশোনা আর খেলা দুটোই সামলাতে পারে। ছোটবেলায় স্প্রিন্টার ছিল বলে ভীষণ ফিট। প্রত্যেক সপ্তাহে ২২ কিলোমিটার দৌড়ায়। আবহাওয়া যেমনই থাক না কেন। আমরা জানতাম ও সফল হবেই আর সেটা করে দেখাল তিতাস।’ একটা সময় বাংলা দলে তিতাসকে কোচিং করিয়েছিলেন শিবশঙ্কর পাল। শৈশবের কোচ প্রিয়ঙ্কর মুখোপাধ্যায় তিতাসকে নিয়ে এসেছিলেন বাংলা ক্রিকেটের ম্যাকো-র কাছে। শিবশঙ্কর বলছিলেন, ‘খুব প্রতিভাবান ছিল। সুন্দর চেহারা। পেস বোলিংয়ের জন্য আদর্শ। বল স্যুইং করাতে পারত। ওর ব্যাটের হাতও খুব ভাল। বড় ছক্কা মারতে পারে।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
বাংলার সিনিয়র দলে তিতাসের সুযোগ পাওয়ার দিনটি মনে পড়ে গিয়েছিল প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার। বিশ্বকাপে খেলা নিয়ে ডালমিয়া বলছিলেন, ‘তৃণমূল স্তর থেকে ও উঠে এসেছে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে ওকে পারফর্ম করতে দেখে ভীষণ ভালো লেগেছিল। রিচা ঘোষ, তিতাস ও হৃষিতা বসু, ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলে বাংলা থেকে তিন ক্রিকেটারকে দেখাটা দারুণ আনন্দের। মহিলাদের আইপিএলের আগে বেশ রোমাঞ্চিতও।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here