নামজাদা প্রোটিয়া তারকাকে কোচ করে এনে বড় চমক দিল ত্রিপুরা
শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেটে বিশেষ করে ঘরোয়া ক্রিকেটের আসন্ন মরশুম শুরুর আগে বড়সড় চমক দিল ত্রিপুরা ক্রিকেট বোর্ড। প্রাক্তন আক্রমণাত্মক দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকে কোচ হিসেবে নিয়োগ করল তারা। কয়েক বছর আগেই ভারতের অন্যতম সেরা কিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা তাঁর রাজ্য বাংলা ছেড়ে ত্রিপুরার হয়ে খেলা শুরু করেন। আর এবার অন্যতম আক্রমণাত্মক ব্যাটার তথা পেস বোলিং অলরাউন্ডার ভক্তদের প্রিয় ‘জুলুকে’ কোচ হিসেবে নিয়োগ করে তারা তাদের অন্যতম সেরা অস্ত্র প্রয়োগ করল।
আরও পড়ুন… ধোনির জন্যই স্মরণীয় হয়ে থাকবে IPL 2023, এরকম রোশনাই আগে দেখিনি, মন্ত্রমুগ্ধ রামিজ রাজা
১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে অনবদ্য পারফরম্যান্স করেছিলেন ল্যান্স ক্লুজনার। ব্যাট হাতে একের পর এক ম্যাচে তিনি কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ জিতিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাকে। সেবার বিশ্বকাপ প্রোটিয়ারা চ্যাম্পিয়ন হতে না পারলেও টু্র্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছিলেন তিনি। সেই আক্রমণাত্মক ব্যাটিং অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকে এবার দায়িত্ব দিয়ে এক নতুন ধরনের ক্রিকেট খেলতে উদ্যোগী ত্রিপুরা।
আরও পড়ুন… সপ্তমবার ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া, ফাইনাল হেরে মেডেল ছুড়ে দিলেন মরিনহো
ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গত বছরেই অক্টোবর মাসে ঘোষণা করা হয়েছে। সেই কমিটি রাজ্যের ক্রিকেটকে ঢেলে সাজাতে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে। যার মধ্যে অন্যতম হল জুলুকে কোচ হিসেবে নিয়োগ। বুধবারেই এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিপুরা ক্রিকেট বোর্ডের সহ সভাপতি তিমির চন্দ। চলতি সপ্তাহেই দায়িত্ব নিতে চলেছেন ল্যান্স ক্লুজনার। প্রোটিয়াদের হয়ে ওয়ানডে এবং টেস্ট মিলিয়ে মোট ২২০ টি ম্যাচে অংশ নিয়েছেন ক্লুজনার। করেছেন ৫৪৮২ রান। নিয়েছেন ২৭২ টি উইকেট। ত্রিপুরা ক্রিকেট বোর্ড এর পাশাপাশি ক্রিকেটারদের জন্য তাদের ব্যবস্থাও ঢেলে সাজাচ্ছে। পরিকাঠামোর উন্নয়ন করা হচ্ছে। প্রাক্তন ক্রিকেটারদের ম্যানেজমেন্টে আনা হচ্ছে। ক্রিকেটার নির্বাচনে ওপেন ট্রায়ালের আয়োজন করা হচ্ছে। আর এই সবকিছুর অন্যতম অঙ্গ হল ল্যান্স ক্লুজনারকে কোচ হিসেবে দায়িত্ব দেওয়া।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
চন্দ জানিয়েছেন, ‘গত মার্চে আমরা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করি। অনুর্ধ্ব ১৫, ১৬ এবং ১৯ সিনিয়র পুরুষ এবং মহিলা দলের কোচের পদেও আবেদনপত্র আহ্বান করা হয়। একাধিক প্রাক্তন ক্রিকেটার এই পদে আবেদন করেছেন। যার মধ্যে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার একাধিক প্রাক্তন ক্রিকেটার আবেদন করেন। যার মধ্যে ক্লুজনার এবং ডাভ হোয়াটমোর উল্লেখযোগ্য নাম। প্রথমে ক্লুজনারের সঙ্গে আমাদের ১২০ দিনের কথা হয়। উনি ১০০ দিনের জন্য রাজি হন কারণ দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের হয়ে তাঁর বেশ কিছু কর্মসূচি রয়েছে। আর এইভাবেই ক্লুজনারকে কোচ নিয়োগের পদ্ধতির শুরু হয়। ত্রিপুরার উদীয়মান ক্রিকেটারদেরও ২০ মিনিট করে সময় দেবেন জুলু। তাদের প্রাথমিক উন্নয়ন করাই লক্ষ্য থাকবে ত্রিপুরা ক্রিকেট বোর্ডের।’ ল্যান্স ক্লুজনার ইতিমধ্যেই আফগানিস্তানকে কোচিং করিয়েছেন। অন্যদিকে ভারতীয় সিনিয়র দলে খেলা আশিষ কাপুরও দীর্ঘদিন ত্রিপুরার প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here