IPL ট্রফি নিয়ে তিরুপতি মন্দিরে পুজো CSK-র, তাদের ঘরেই যেন থাকে প্রার্থনা কি এটা?
সোমবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ফাইনালে গুজরাট টাইটানসকে হারিয়ে আইপিএল ২০২৩ চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার চেন্নাইয়ে ফিরে আইপিএল ট্রফিকে সামনে রেখে তিরুপতি মন্দিরে বিশেষ পূজাপাঠের ব্যবস্থা করে সিএসকে কর্তৃপক্ষ।
চেন্নাইয়ের থিয়াগরায় নগরের তিরুমালা তিরুপতি দেবস্থানম মন্দিরে এই বিশেষ পূজার ব্যবস্থা করে চেন্নাই সুপার কিংস। পুরোহিতদের হাতে আইপিএলের ট্রফিটি তুলে দেওয়া হয়। দেবতার সামনে ট্রফি রেখে তাতে মালা দিয়ে চলে পূজা। যদিও চেন্নাইয়ের কোনও ক্রিকেটারকে দেখা যায়নি মন্দিরে।
উল্লেখ্য, এই নিয়ে পাঁচবার ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ট্রফি হাতে তোলে সিএসকে। তারা সব থেকে বেশিবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নিরিখে মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ড ছুঁয়ে ফেলে। চেন্নাই প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়র লিগের খেতাব জেতে ২০১০ সালে। ২০১১ সালে তারা দ্বিতীয়বার ট্রফি হাতে তোলে। পরে ২০১৮ সালে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয় সিএসকে। ২০২১ সালে চতুর্থবার ধোনিদের হাতে ওঠে ট্রফি। এবার ২০২৩-এর মঞ্চে পঞ্চমবার আইপিএলে বিজয় পতাকা ওড়ায় সুপার কিংস।
বৃষ্টির জন্য রবিবার আমদাবাদের নরেন্দ্রে মোদী স্টেডিয়ামে আইপিএল ফাইনাল আয়োজন করা সম্ভব হয়নি। ফলে ম্যাচ গড়ায় রিজার্ভ ডে-তে। যদিও সোমবারও ম্যাচের মাঝে বিঘ্ন ঘটায় প্রকৃতি। বৃষ্টির জন্য প্লেয়িং কন্ডিশন বদলে যায় শেষমেশ।
সোমবার টস জিতে চেন্নাই দলনায়ক মহেন্দ্র সিং ধোনি শুরুতে ব্যাট করতে পাঠান হার্দিক পান্ডিয়াদের। প্রথমে ব্যাট করে গুজরাট টাইটানস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২১৪ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই মাত্র ৩টি বল খেলার পরেই বৃষ্টিতে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ম্যাচ। নষ্ট হয় বেশ কিছুটা সময়।
বৃষ্টির পরে পুনরায় খেলা শুরু হলে সিএসকের জয়ের লক্ষ্যমাত্রা কমে দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রানের। চেন্নাই ম্যাচের একেবারে শেষ বলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয়। ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৭১ রান সংগ্রহ করে আইপিএল চ্যাম্পিয়ন হয় সিএসকে।
For all the latest Sports News Click Here