আমাদের ভিতরের শিশু তোমায় ট্রফি নিতে দেখে খুশি- ধোনিকে আবেগভরা বার্তা GT-র
গত বছর আইপিএলে অভিষেক হয় গুজরাট টাইটানসের। কিন্তু প্রথম বছরই বাজিমাত করে তারা। রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্রথমবারই আইপিএল চ্যাম্পিয়ন হয় হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট। সেই ধারাবাহিকতা এবারও বজায় রেখেছে টাইটানসরা। যদিও তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। কিন্তু গোটা মরশুম জুড়ে যেভাবে খেলেছে, তাতে গুজরাটকে চ্যাম্পিয়ন ট্রফি হাতে দেখলে অবাক হওয়ার কিছু থাকত না।
সোমবার আইপিএলের ফাইনালে যেভাবে নিজেদের দাপট বজায় রেখেছিল গুজরাট টাইটানস, বৃষ্টি না হলে হয়ত ম্যাচের ফলাফল অন্য হতেই পারত। কিন্তু বৃষ্টি ভিলেন হয়ে দাঁড়াল আশিস নেহরাদের সামনে। টানটান উত্তেজনার ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ঘরে মাঠে হেরে রানার্স হতে হল গত বছরের চ্যাম্পিয়নদের।
কিন্তু গোটা মরশুম জুড়ে যেভাবে দাপটের সঙ্গে খেলে এসে প্রথম প্লে-অফে জায়গা করে নেওয়া গুজরাট টাইটানসকে দেখে সত্যি হতাশ লেগেছে। কিন্তু বিপক্ষ দল যে চেন্নাই সুপার কিংস। ফলে সে সব যাই হোক না কেন দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করে স্বাভাবিক ভাবেই হতাশ গোটা দল। বরং পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য টুইট করে শুভেচ্ছা জানাল গুজরাট টাইটানস।
টুইট করে তারা লেখেন, ‘ভালা থালা, খেলতে নামার আগে থেকেই আমরা জানি আজকে আমরা শুধুমাত্র তোমার ক্ষুরধার বুদ্ধির বিরুদ্ধে নামিনি। আজকের এই রূপকথার ফাইনালে মাঠে হলুদ সমুদ্র দেখেও আমরা কিছুটা হতাশ হয়েছি। আমাদের ভিতরে থাকা শিশুও তোমার ট্রফি তোলার মুহূর্তের সাক্ষী থাকতে পেরে অনেক খুশি হয়েছে।’
রবিবার বৃষ্টির জন্য খেলা ভেস্তে যায়। কিন্তু মাঠে দেখা গিয়েছে হলুদ সমুদ্র। শুধু স্টেডিয়ামেই নয়, সংলগ্ন রাস্তা এবং স্টেশনেও দেখা গিয়েছে চেন্নাই সুপার কিংসের সমর্থকদের। অবশ্য অনেকেই খেলা দেখতে না পেয়ে বাড়ি ফিরে যান। যদিও সোমবারও আশা করা গিয়েছিল, গোটা স্টেডিয়াম জুড়ে সিএসকের সমর্থকদের চোখে পড়বে। ঠিক তাই হয়েছে।
গুজরাট সমর্থকদের পাশাপাশি হলুদ জার্সিতেও ছেয়ে যায় স্টেডিয়াম। আমদাবাদ না চিপক বোঝা যাচ্ছিল না। যদিও শুধু ফাইনালে নয়, গ্রুপ পর্বের ম্যাচ খেলতে যেখানে যেখানে চেন্নাই সুপার কিং গিয়েছে সেখানেই হোম গ্রাউন্ডে পরিণত করে নেয় তারা। ধোনিকে শেষবারের মতো দেখার জন্য উপচেয়ে পড়ে গ্যালারি। সোমবারও ঠিক তাই ঘটে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here