‘গিলের জন্য প্রস্তুতি CSK-র! আউট অফ সিলেবাস হয়ে গেল চেন্নাইয়ের ছেলে সুদর্শন’
চেন্নাই সুপার কিংস কি পঞ্চমবার আইপিএল জিতবে? নাকি পরপর দু’বার ট্রফি জিতবে গুজরাট টাইটানস? আপাতত আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেই মেগা ফাইনাল চলছে। যে ফাইনল ঘিরে মাঠে হাজির দর্শকদের যেমন প্রবল উন্মাদনা আছে, তেমনই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা একেবারে তৎপর আছে। ফাইনালে কোনও ঘটনা ঘটলেই তা নিয়ে মিম বানিয়ে ফেলছেন। পোস্ট করছেন মজাদার জোকস। আইপিএলের ফাইনালের সময় তেমনই কয়েকটি সেরা জোকস এবং মিম দেখে নিন হিন্দুস্তান টাইমস বাংলায়।
গিলের জন্য প্রস্তুতি, ‘আউট অফ সিলেবাস’ হয়ে গেলেন সাই সুদর্শন
এক নেটিজেন বলেন, ‘শুভমন গিলের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন চেন্নাই সুপার কিংসের ভক্তরা। কিন্তু আইপিএলের ফাইনালে চেন্নাইয়ের ছেলে সাই সুদর্শন সিলেবাসের বাইরে থেকে এসে গিয়েছেন।’ উল্লেখ্য, ১৮ ওভারের শেষে গুজরাট টাইটানসের স্কোর দুই উইকেটে ১৮২ রান। সাই সুদর্শন ৪২ বলে ৭৯ রানে অপরাজিত আছেন।
ব্যাঙ্কে নোট পালটানো যাবে, কিন্তু স্টাম্পের পিছনে ধোনিকে নয়, মাহিতে মুগ্ধ বীরু
মহেন্দ্র সিং ধোনির স্টাম্পিংয়ে মুগ্ধ হলেন প্রাক্তন ভারতীয় তারকা বীরেন্দ্র সেহওয়াগ। ধোনির স্টাম্পিংয়ের ভিডিয়ো রিটুইট করে সেহওয়াগ বলেন, ‘দারুণ! যে কেউ ব্যাঙ্ক থেকে নোট পালটাতে পারবেন। কিন্তু স্টাম্পের পিছনে কেউ মহেন্দ্র সিং ধোনিকে পালটাতে পারবেন না। নেহি বদল সাকতে (বদলাতে পারবেন না)।’
‘থানোস’ হলেন থালা
শুভমন গিলের ক্যাচ ফস্কে দেন দীপক চাহার। শেষপর্যন্ত গিলকে আউট করতে মহেন্দ্র সিং ধোনির ‘ম্যাজিক’ ছাড়া কোনও উপায় ছিল না। দুরন্ত স্টাম্পিং করেন ধোনি। তারপরই চেন্নাই সুপার কিংসের টুইটার অ্যাকাউন্টে থানোসের সঙ্গে ধোনিকে তুলনা করা হয়। একটি জিআইএফ পোস্ট করে লেখা হয়, ‘ঠিক আছে, আমি নিজেই এটা করব।’ সঙ্গে লেখা হয়, ‘থালা এটাই বলেছেন।’
আজ ফের শোনা যাবে ‘ধোনি ফিনিশেশ অফ ইন স্টাইল’?
এক নেটিজেন আবার বলেন, ‘সিএসকে প্রথমে বোলিং করছে। কমেন্ট্রি বক্সে আছেন রবি শাস্ত্রী। এই প্রজন্মের বাচ্চাদের জন্য সম্ভবত এটাই প্রথম এবং শেষ সুযোগ, যখন তাঁরা শাস্ত্রীর গলায় শুনতে পেতে পারেন – ধোনি ফিনিশেশ অফ ইন স্টাইল।’
আরও পড়ুন: CSK vs GT IPL 2023 Final: IPL-র ইতিহাসে কখনও হয়নি; ট্রফি জিততে বড় ‘অভিশাপ’ কাটাতে হবে ধোনির CSK-কে!
চাহারের জন্য ধোনি হয়ে গেলেন ওমরীশ পুরী
মাত্র তিন রানে যখন খেলছিলেন শুভমন গিল, তখন তাঁর সহজ ক্যাচ ফস্কে দেন দীপক চাহার। তারপর সাতটি চার মারেন গিল। যিনি এবারের আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। তারপরই সোশ্যাল মিডিয়ায় একটি মিম ছড়িয়ে পড়ে। তাতে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ সিনেমায় ওমরীশ পুরীর চরিত্রের সঙ্গে মহেন্দ্র সিং ধোনিকে তুলনা করা হয়েছে। সঙ্গে বলা হয়েছে, ‘শুভমন গিলের প্রতিটি বাউন্ডারির পর এভাবেই দীপক চাহারের দিকে তাকাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি।’
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here