‘বাপ কা বেটা!’, আইফায় হাল ফ্যাশনে মাধবনের ছেলে, মিষ্টি ব্যবহারই মন কাড়ার কারণ
আবুধাবিতে আইফা ২০২৩-এর সবুজ গালিচায় হাঁটলেন আর মাধবন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী সরিতা ও ছেলে বেদান্ত মাধবন। বেদান্ত একজন সাঁতারু এবং জিতে চলেছেন একের পর এক ম্যাচ। ফলত নিজস্ব একটা ফ্যান ফলোইংও তৈরি হয়েছে তাঁর। তাই মাধবনের পাশে বেদান্তকে আইফায় দেখে উচ্ছ্বাস প্রকাশ করলেন অনেকেই। অভিনেতা একটি কালো রঙের গলাবন্ধ স্যুট পরে এসেছিলেন। আর বেদান্ত পরেছিলেন কালো টি-শার্ট আর সবুজ ভেলভেটের স্যুট আর প্যান্টের সেট। গলায় চেইনও চোখে পড়ে। সারিকা ছিল গ্রে রঙের শাড়িতে।
এবারের আইফায় সেরা পরিচালকের পুরস্কার জিতে নেন আর মাধবন তাঁর ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ সিনেমার জন্য। এই সিনেমায় তিনি বিজ্ঞানী নাম্বি নারায়ণনের চরিত্রে অভিনয়ও করেছিলেন। ছবিটি বিশেষ সাফল্য পায় বক্স অফিসে। সঙ্গে সমালোচকদের দ্বারা সমাদৃত হয়।
আইফার মঞ্চ থেকে পুরস্কার হাতে বেরিয়ে ফোটোগ্রাফারদের সামনে পোজ দেওয়ার সময় মাঝে মাধবনকে রেখে দু পাশে দাঁড়ান সরিতা আর বেদান্ত। মাধবনের হাতে ছিল আইফার ট্রফি। তিনজনেরই মুখে হাসি। মাধবন পরিবারের মিষ্টি ব্যবহার মন জয় করে নিল নেটপাড়ার।
কমেন্ট সেকশনে একজন লিখলেন, ‘শিক্ষিত-মার্জিত পরিবার। দেখেই এত ভালো লাগছে।’ আরেকজন লিখলেন, ‘বেদান্ত বড় হয়ে প্রথম এলেন বোধবয় কোনও অ্যাওয়ার্ড শো-তে। নয়তো ওঁকে তো দেখাই যায় না গ্ল্যামার ওয়ার্ল্ডে।’ তৃতীয়জনের মন্তব্য, ‘পুরো বাপ কা বেটা। ঠিক যেমন ধৈর্য, তেমনই ব্যক্তিত্ব ঝরে পড়ছে চোখে-মুখে আর হাসিতে।’
গত মাসে মালয়েশিয়ায় আয়োজিত ইনভিটেশনাল এজ গ্রুপ সুইমিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে পাঁচটি পদক জিতে নেন। যে খবর শেয়ার করে অভিনেতা লিখেছিলেন সোশ্যাল মিডিয়ায়, ‘ঈশ্বরের কৃপায় এবং আপনাদেরর সমস্ত শুভকামনাকে পাথেয় করে বেদান্ত এই সপ্তাহান্তে কুয়ালাপুরে অনুষ্ঠিত মালয়েশিয়া ইনভিটেশনাল এজ গ্রুপ সুইমিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে ৫টি সোনার (৫০মিটার, ১০০মিটার, ২০০মিটার, ৪০০মিটার এবং ১৫০০মিটার) পেয়েছে। উচ্ছ্বসিত এবং কৃতজ্ঞ।’
বেদান্ত এর আগে খেলো ইন্ডিয়া যুব গেমস ২০২২-এ মহারাষ্ট্রের জন্য তিনটি স্বর্ণপদক এবং দুটি রৌপ্য জিতেছিলেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here