গিল ভাঙলেন ধনির নজির, রেকর্ড সংখ্যক মানুষ দেখছেন কোয়ালিফায়ার ২
শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলে একেবারে স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমন গিল। গুজরাট টাইটানসের হয়ে চলতি আইপিএলে বেশ ভালো ফর্মে রয়েছেন তিনি। তিন তিনটি শতরানও হাঁকিয়েছেন এই ডানহাতি নবীন ব্যাটার। আর গিলের এই অনবদ্য ব্যাটিং যেমন স্টেডিয়ামে বসে উপভোগ করেছেন লক্ষ লক্ষ দর্শক তেমন টিভির পর্দাতেও চোখ রেখেছেন কোটি কোটি সমর্থক। জিও সিনেমাতে কোটি কোটি দর্শক উপভোগ করেছেন এই ম্যাচ। ফলে গিলের শতরানের দিনেই নয়া নজির স্থাপন করেছে জিও সিনেমা। রেকর্ড সংখ্যক ভিউয়ারশিপে নয়া নজির স্থাপন করেছে জিও সিনেমা।
চলতি আইপিএলে শেষ চার ইনিংসে তিনটি শতরান করেছেন শুভমন গিল। কোয়ালিফায়ার ২-এ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১২৯ রানের অনবদ্য ইনিংস খেলেছেন তিনি। মাত্র ৬০ বলে হাঁকিয়েছেন দুরন্ত শতরান। গিলের অনবদ্য শতরানে ভর করেই গুজরাট এদিন ২৩৩ রান করে। মুম্বই ইন্ডিয়ান্সকে এদিন ৬২ রানের ব্যবধানে হারিয়ে দেয় গুজরাট। গিলের এই নজির গড়ার দিনেই নয়া নজির স্থাপন করল জিও সিনেমা। ভিউয়ারশিপের ক্ষেত্রে বিশ্বরেকর্ড গড়ল তারা। ডিজিটাল সম্প্রচার মাধ্যমে এই নয়া নজির গড়ে ফেলল তারা।
জিও সিনেমার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আইপিএলের অফিসিয়ার ডিজিটাল সম্প্রচারকারী সংস্থা জিও সিনেমা। শুক্রবার রাতে এক নয়া নজির স্থাপন করেছে তারা। ২.৫৭ কোটি মানুষ এই ম্যাচটি দেখেছেন। ভিউয়ারশিপের ক্ষেত্রে এই ম্যাচ নয়া বিশ্বরেকর্ড স্থাপন করেছে। গুজরাট টাইটানস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের কোয়ালিফায়ার ম্যাচে গিলের শতরানের দিনেই এই নয়া নজির স্থাপন হয়েছে।’ জিও সিনেমার সিইও অনিল জাজরাজ জানিয়েছেন, ‘আমরা অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে জিও সিনেমা এক অনবদ্য নজির স্থাপন করেছে। ডিজিটাল মাধ্যমে কনকারেন্ট ভিউয়ারশিপে বিশ্ব ক্ষেত্রে নয়া নজির স্থাপন করেছে জিও সিনেমা।’ শুরুর দিকে প্রথম সাত সপ্তাহে ১৫০০ কোটি মানুষ জিও সিনেমার প্ল্যাটফর্মে খেলা দেখেছেন। যাও একটি নয়া নজির। গুজরাট টাইটানস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচে সম্প্রতি ২.৫ কোটি মানুষ খেলা দেখেছেন। যা এক ম্যাচে সর্বাধিক ভিউয়ারশিপের নজিরকেও স্পর্শ করেছে।
For all the latest Sports News Click Here