গুজরাট এবারের সেরা দল-দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে সতীর্থদের সতর্ক করলেন MI-র গ্রিন
মুম্বই ইন্ডিয়ান্সের (এমআই) অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের ব্যাট আরও একবার দারুণ পারফর্ম করলেন। তিনি আইপিএল ২০২৩ এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) এর বিরুদ্ধে একটি চিত্তাকর্ষক ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছিলেন। অস্ট্রেলিয়ান প্লেয়ার ক্যামেরন গ্রিন ওয়ান ডাউনে নেমে ২৩ বলে ৪১ রানের ইনিংস খেলেন। এদিন তিনি ৬টি চার ও ১টি ছক্কা হাঁকান। তৃতীয় উইকেটে সূর্যকুমার যাদবের সঙ্গে ৬৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন ক্যামেরন গ্রিন। গ্রিন হয়তো ফিফটি মিস করেছেন, কিন্তু তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি চতুর্থ অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে অভিষেক আইপিএল মরশুমে চারশো প্লাস স্কোর করেছেন।
অনুগ্রহ করে বলুন যে এটি গ্রিনের প্রথম আইপিএল মরশুম। নিলামে তাকে ১৭.৫০ কোটি টাকায় কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। তিনি ছিলেন দ্বিতীয় দামি খেলোয়াড়। গ্রিন ১৫ ম্যাচে ৫২.৭৫ গড়ে এবং ১৬১.০৭ স্ট্রাইক রেটে ৪২২ রান করেছেন। এই সময়ে তিনি একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি করেছেন। সাতবার অপরাজিত থেকে সাজঘরে ফিরেছেন তিনি। নিজের খাতায় ৬ উইকেটও যোগ করেছেন গ্রিন।
আরও পড়ুন… LSG কে হারিয়ে MI খেলোয়াড়রা আমের ছবি দিয়ে ট্রোল করলেন নবীনকে, পরে মুছলেন পোস্ট
অভিষেক আইপিএল মরশুমে চারশো প্লাস রান করা অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের তালিকার শীর্ষে রয়েছেন শন মার্শ। ২০০৮ সালে তিনি ৬১৬ রান যোগ করেন। তখন তিনি পঞ্জাব ফ্র্যাঞ্চাইজির অংশ ছিলেন। তার পরেই রয়েছেন প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসন, যিনি ২০০৮ সালে রাজস্থান রয়্যালস এর হয়ে ৪৭২ রান করেছিলেন। তালিকার তিন নম্বরে রয়েছেন প্রাক্তন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। ২০০৮ সালে তিনি ৪৩৬ রান করেছিলেন। গিলক্রিস্ট তখন ডেকান চার্জার্স (বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদ)-এর ক্রিকেটার ছিলেন।
আরও পড়ুন… ওয়াংখাড়ের থেকে চিপক কতটা আলাদা বুঝিয়ে ভালো ফিল্ডিং-এর রহস্য ফাঁস রোহিতের
অস্ট্রেলিয়ান খেলোয়াড় যারা নিজেদের আইপিএলের প্রথম মরশুমে চারশোর বেশি রান করেছেন
৬১৬ – শন মার্শ (পঞ্জাব, ২০০৮)
৪৭২ – শেন ওয়াটসন (রাজস্থান, ২০০৮)
৪৩৬ – অ্যাডাম গিলক্রিস্ট (ডেকান চার্জার্স, ২০০৮)
৪২২ – ক্যামেরন গ্রিন (মুম্বই, ২০২৩)
এই ম্যাচ জয়ের পরে ক্যামেরন গ্রিন বলেন, ‘বেশ ভালো লাগছে। এটি আমাদের টোটাল গেম ছিল। আমরা সঠিক সময়ে শিখরে আছি। এটা সব মুহূর্তে ক্লিক করা হয়। মাধওয়াল ভালো বোলিং করছে, আজ পাঁচটা এবং শেষ খেলায় চারটে উইকেট নিয়েছিল সে। দলে আসার পর থেকেই সে (মাধওয়াল) অসাধারণ।’ পরের ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, ‘তারা (গুজরাট টাইটানস) প্রতিযোগিতার সেরা দল, গত রাতে কিছুটা পিছিয়েছে, কিন্তু এখনও তারা সেরা দল এবং এটি একটি ভালো খেলা হবে।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এদিনের ম্যাচের কথা বললে, লখনউয়ের বিরুদ্ধে মুম্বই নির্ধারিত ২০ ওভারে ১৮২/৮ রান তোলে। দলের পক্ষে সবচেয়ে বেশি রান করেন গ্রিন। ১১তম ওভারে নাবীন-উল-হকের শিকার হন তিনি। সূর্যকুমার ৩৩, তিলক ভার্মা ২৬ ও নেহাল ওয়াধেরা ২৩ রান করেন। ইশান কিষাণ ১৫ ও অধিনায়ক রোহিত শর্মা ১১ রানে অবদান রাখেন। লখনউয়ের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন নবীন। পরে ব্যাট করতে নেমে ১০১ রানে গুটিয়ে যায় লখনউ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here