নেট রান-রেটের বিরাট সুবিধা পেল কেবল CSK, দেখুন IPL 2023-এর চূড়ান্ত পয়েন্ট টেবিল
আইপিএল ২০২৩-এর একেবারে শেষ লিগ ম্যাচে এসে নির্ধারিত হয়, চতুর্থ দল হিসেবে কারা প্লে-অফের টিকিট হাতে পাবে। সুতরাং উত্তেজনা জিইয়ে থাকে একেবারে শেষ ম্যাচ পর্যন্ত।
উল্লেখযোগ্য বিষয় হল, লিগের শেষ ম্যাচ পর্যন্ত ৬টি দল প্লে-অফের দৌড়ে ছিল। ৩টি দল প্লে-অফের টিকিট আগেই নিশ্চিত করে। আরও তিনটি দলের ভাগ্য নির্ধারিত হয় শেষ দিনে। এক্ষেত্রে নেট রান-রেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণের ক্ষেত্রে। অবশ্য শেষ দিনে ম্যাচের ফলাফল ভিন্ন হলে নেট রান-রেটের কোপে পড়তে হতে পারত একাধিক দলকে।
শেষমেশ ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে এক নম্বরে থেকে লিগের খেলা শেষ করে গুজরাট টাইটানস। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপারস জায়ান্টস সংগ্রহ করে ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট করে। চেন্নাই নেট রান-রেটে এগিয়ে থেকে প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ পায়। মুম্বই ইন্ডিয়ান্স ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফের টিকিট হাতে পায়। এলিমিনেটর ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে মাঠে নামবেন রোহিত শর্মারা। সেদিক থেকে বলা যায় যে, নেট রান-রেটের বিরাট সুবিধা পায় একা চেন্নাই।
আরও পড়ুন:- RCB vs GT: ব্যর্থ কোহলির শতরান, গিলের সেঞ্চুরি প্লে-অফের টিকিট এনে দিল মুম্বইকে
আইপিএল ২০২৩-এর চূড়ান্ত পয়েন্ট টেবিল:-
১. গুজরাট- ১৪ ম্যাচে ২০ পয়েন্ট (+০.৮০৯)
২. চেন্নাই- ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট (+০.৬৫২)
৩. লখনউ- ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট (+০.২৮৪)
৪. মুম্বই- ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট (-০.০৪৪)
৫. রাজস্থান ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট (+০.১৪৮)
৬. ব্যাঙ্গালোর- ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট (+০.১৩৫)
৭. কলকাতা- ১৪ ম্যাচে ১২ পয়েন্ট (-০.২৩৯)
৮. পঞ্জাব- ১৪ ম্যাচে ১২ পয়েন্ট (-০.৩০৪)
৯. দিল্লি- ১৪ ম্যাচে ১০ পয়েন্ট (-০.৮০৮)
১০. হায়দরাবাদ- ১৪ ম্যাচে ৮ পয়েন্ট (-০.৫৯০)
আরও পড়ুন:- KKR vs LSG: ক্ষমতা থাকা সত্ত্বেও জায়গা হয়নি প্লে-অফে, মরশুম শেষে হতাশা প্রকাশ নীতীশ রানার
রবিবার আইপিএল ২০২৩-এর শেষ লিগ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় আরসিবি। কোহলিরা শেষ ম্যাচ জিতলে তাদের শেষ চারে যাওয়া নিশ্চিত ছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হারায় শিকে ছেঁড়ে মুম্বই ইন্ডিয়ান্সের ভাগ্যে। রবিবারই মুম্বই ঘরের মাঠে তাদের শেষ লিগ ম্যাচে পরাজিত করে সানরাইজার্স হায়দরাবাদকে।
হায়দরাবাদ ১৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একেবারে শেষে ১০ নম্বরে থাকে। দিল্লি ক্যাপিটালস ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে থেকে এবছরের মতো আইপিএল অভিযান শেষ করে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here